Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বিশ্ব জুড়ে দুর্নীতিই ১৯০ লক্ষ কোটির

বিশ্ব জুড়ে দুর্নীতি কী ভাবে থাবা বসাচ্ছে, তা জানাতে গিয়েই ছবিটা তুলে ধরল রাষ্ট্রপুঞ্জ।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৩
Share: Save:

বিশ্ব জুড়ে দুর্নীতি কী ভাবে থাবা বসাচ্ছে, তা জানাতে গিয়েই ছবিটা তুলে ধরল রাষ্ট্রপুঞ্জ। যা পিলে চমকে ওঠার মতো। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের হিসেব, দুর্নীতির অঙ্ক বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অন্তত ৫%। অর্থাৎ ২.৬ লক্ষ কোটি ডলার। টাকায় প্রায় ১৯০.৩২ লক্ষ কোটি। বিশ্বব্যাঙ্ক বলছে, বছরে ঘুষের অঙ্ক প্রায় ১ লক্ষ কোটি ডলার। ৭৩.২ লক্ষ কোটি টাকা।

এর বিরুদ্ধে আন্তর্জাতিক দুনিয়াকে জোট বেঁধে লড়াইয়ের ডাক দিলেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিয়ো গুতেরেস। তাঁর দাবি, না হলে হিংসা বাড়বে। কারণ, দুর্নীতির জন্যই মার খায় ন্যূনতম চাহিদা। প্রকট হয় দারিদ্র। বাড়ে বঞ্চনা। ভোগে লগ্নি। বিশ্বাসহীনতা তৈরি হয় প্রশাসন সম্পর্কে। বাড়ে অপরাধপ্রবণতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corruption UN
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE