Advertisement
১৯ এপ্রিল ২০২৪
শুল্ক যুদ্ধ আরও ঘোরালো

ট্রাম্পের তিরে ‘আহত’ চিন, হুমকি পাল্টার

আমেরিকার দাবি, অবাধ বাণিজ্যের নিয়মের তোয়াক্কা করে না চিন। চাপ খাটিয়ে ও নিয়ম ভেঙে হাতিয়ে নেয় সে দেশে ব্যবসা করা মার্কিন সংস্থার মেধাস্বত্ব (পেটেন্ট)।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন ও বেজিং শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৩:০৯
Share: Save:

এখনও এক সপ্তাহ হয়নি। শুক্রবারই ৩,৪০০ কোটি ডলারের চিনা পণ্যে ২৫% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিল ওয়াশিংটন। এ বার বাণিজ্য যুদ্ধে বেজিংয়ের উপরে চাপ বাড়াতে বুধবার আরও ২০ হাজার কোটি ডলারের পণ্যে কর বসানোর কথা ঘোষণা করল তারা। প্রায় সঙ্গে সঙ্গে প্রত্যাঘাতের হুমকি দিয়েছে চিনও। ফলে বাণিজ্য যুদ্ধের আকাশে মেঘ আরও ঘোরালো হওয়ার আশঙ্কা।

আমেরিকার দাবি, অবাধ বাণিজ্যের নিয়মের তোয়াক্কা করে না চিন। চাপ খাটিয়ে ও নিয়ম ভেঙে হাতিয়ে নেয় সে দেশে ব্যবসা করা মার্কিন সংস্থার মেধাস্বত্ব (পেটেন্ট)। অনেক সময় কোনও সংস্থাকে সামনে ঢাল করে সরকারি অর্থেই তা হাতানো হয়। আবার স্থানীয় সংস্থাকেও বাধা দেওয়া হয় না মেধাস্বত্ব ভেঙে পণ্য তৈরিতে। সঙ্গে রয়েছে উঁচু শুল্ক-প্রাচীরও। এই সমস্ত কারণেই চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি অন্তত ৩৭,৫০০ কোটি ডলার। যার মাসুল গুনে ২০ লক্ষ কাজের সুযোগ তৈরিই হয় না মার্কিন মুলুকে। এক বছর ধরে এই সব সমস্যার কথা বার বার বললেও কথা কানে তোলেনি বেজিং। তাই শুল্কের সিদ্ধান্ত।

পাল্টা হুমকি দিয়েছে বেজিংও। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ‘দাদাগিরি’ মানবে না তারা। হাঁটবে প্রত্যাঘাতের পথে। ঠিক যেমন হেঁটেছে আগের বার।

মার্কিন হানা

• ২০ হাজার কোটি ডলারের চিনা পণ্যে ১০% শুল্ক বসানোর কথা ঘোষণা করল আমেরিকা

• তালিকায় নাম কয়েক হাজার পণ্যের। যার মধ্যে রয়েছে কয়লা, আসবাব, কার্পেট, হাতব্যাগ, টায়ার, সাইকেল, প্রসাধন সামগ্রী ইত্যাদি

• এর আগে শুক্রবারই ৩,৪০০ কোটি ডলারের পণ্যে ২৫% শুল্ক বসিয়েছে আমেরিকা।

• তাতে ছিল চিনে তৈরি গাড়ি, মেশিন, এলইডি, বৈদ্যুতিন পণ্য, সেমিকন্ডাক্টর, কম্পিউটার

• যুক্তি, মেধাস্বত্বের নিয়ম আঁটোসাটো করার কথা বলা হচ্ছে। একই কথা বাণিজ্য ঘাটতির ক্ষেত্রেও। বেজিং কান না দেওয়াতেই এই সিদ্ধান্ত

বেজিংয়ের বদলা

• আগের বার কর বসানোর বদলা হিসেবে ৩,৪০০ কোটি ডলারের মার্কিন পণ্যে শুল্ক চাপানোর কথা ইতিমধ্যেই বলা হয়েছে

• তাতে রয়েছে গাড়ি, সয়াবিন, চিংড়ি, টুনা মাছ ইত্যাদি

• চিনের দাবি, এ বারও তারা প্রত্যাঘাতের জন্য তৈরি

দু’দেশের এই তাল ঠোকাঠুকিতে আশঙ্কার প্রহর গুনছে সারা বিশ্বের শেয়ার বাজার। বিশেষজ্ঞরাও বলছেন, শুল্ক যুদ্ধ আরও ‘রক্তক্ষয়ী’ হলে, বিশ্ব অর্থনীতি আরও ধাক্কা খাবে। সে ক্ষেত্রে বহু মানুষের কাজ খোয়ানোর আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tarrifs China US Chinese Goods Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE