Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মাল্যর কাজে ক্ষতিগ্রস্ত দেশের ভাবমূর্তি, দাবি কিংফিশার কর্মীর

কিংফিশার এয়ারলাইন্স বন্ধ থাকা এবং বিজয় মাল্যর সাম্প্রতিক বক্তব্য নিয়ে তাঁকে এ বার খোলা চিঠি দিলেন বিমান সংস্থাটির এক কর্মী। ২০১২ সালের অক্টোবর থেকে বন্ধ থাকা সংস্থাটির বহু কর্মীই এখনও বকেয়া বেতন পাননি।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০২:৩৭
Share: Save:

কিংফিশার এয়ারলাইন্স বন্ধ থাকা এবং বিজয় মাল্যর সাম্প্রতিক বক্তব্য নিয়ে তাঁকে এ বার খোলা চিঠি দিলেন বিমান সংস্থাটির এক কর্মী। ২০১২ সালের অক্টোবর থেকে বন্ধ থাকা সংস্থাটির বহু কর্মীই এখনও বকেয়া বেতন পাননি। এই অবস্থায় আর্থিক অনটনে স্ত্রী আত্মহত্যা করেছেন, এমন এক কর্মীর কথায় মাল্য কিংফিশার চালু নিয়ে কোনও উদ্যোগ না-নিয়ে এবং কর্মীদের বকেয়া বেতন না-দিয়ে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল কিনছেন বা বিলাসবহুল জীবন যাপন চালিয়ে যাচ্ছেন। এর ফলে সামগ্রিক ভাবে দেশের এবং বিমান শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিঠিতে দাবি করেছেন তিনি। এমনকী মাল্য এবং কিংফিশারের ঋণখেলাপির জেরে অন্যান্য বিমান পরিষেবা সংস্থাও ঋণ পেতে অসুবিধার মধ্যে পড়ছে বলে তাঁর দাবি।

প্রসঙ্গত, বিমান জ্বালানির দাম গত কয়েক বছরে সর্বনিম্ন। এই অবস্থাতে কিংফিশার বন্ধ হয়ে রয়েছে বলে কয়েক দিন আগেই আক্ষেপ করেছিলেন মাল্য। ওই কর্মীর বক্তব্য, সংস্থা চালু করা নিয়ে কোনও উদ্যোগই মাল্যর মধ্যে দেখা যায়নি। বরং তাঁর ঢিলেঢালা মনোভাব কর্মীদের জীবনে অন্ধকার ডেকে এনেছে বলেও চিঠিতে দাবি তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kingfisher vijay mallya employee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE