Advertisement
২০ এপ্রিল ২০২৪

স্যানোফির ভারতীয় ব্যবসার চেয়ারম্যান পদ থেকে সরছেন মাল্য

সংবাদ সংস্থা
মুম্বই ও নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ০১:০৯
Share: Save:

এ বার ফরাসি ওষুধ সংস্থা স্যানোফির ভারতীয় ব্যবসার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বিজয় মাল্য। সংস্থাটি জানিয়েছে, ওই পদে পুনর্নিবাচন না চেয়ে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত কেন, তার ব্যাখ্যা দেয়নি স্যানোফি। জানায়নি এর পরে তার পরিচালন পর্ষদ থেকেও মাল্য সরে দাঁড়াবেন কি না। বিভিন্ন ব্যাঙ্কে ৯,০০০ কোটি টাকা ধার শোধ না-করা নিয়ে প্রবল বিতর্কে মাল্য। সেই জল আরও ঘোলা হয়েছে চলতি মাসের গোড়ায় তিনি দেশ ছাড়ায়। এই পরিস্থিতিতে এ বার ফরাসি ওষুধ সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। যেখানে ১৯৮৩ সালের ডিসেম্বর থেকে ছিলেন তিনি।

এ দিকে, এ দিনই আবার মাল্যর বিরুদ্ধে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর অভিযোগ, এক দিকে ৫০-৬০ হাজার টাকা ধার পেতে হয়রান কৃষকরা। এমনকী তা না পেয়ে আত্মহত্যা করছেন অনেকে। অথচ সেখানে ৯,০০০ কোটি ধার শোধ না দিয়ে মাল্য পালানোর পরেও অসহায় ভাবে তা দেখছে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

vijay mallya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE