Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাড়ল টাকা, সেনসেক্স, দর পড়ল সোনার

টানা চার দিন পড়ার পরে মঙ্গলবার এক লাফে ২৯ পয়সা বাড়ল টাকার দাম। যার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়াল ৬৩.৩৮ টাকায়। এ দিন ওঠার আগে গত চার দিনে টাকার দাম পড়েছিল ৪৭ পয়সা। সামান্য হলেও এ দিন বেড়েছে সেনসেক্স। উত্থান ৭.৮১ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক এসে থিতু হয় ২৭,৪০৩.৫৪ অঙ্কে। এই নিয়ে টানা তিন দিন বাড়ল সূচক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৪
Share: Save:

টানা চার দিন পড়ার পরে মঙ্গলবার এক লাফে ২৯ পয়সা বাড়ল টাকার দাম। যার ফলে বিদেশি মুদ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়াল ৬৩.৩৮ টাকায়। এ দিন ওঠার আগে গত চার দিনে টাকার দাম পড়েছিল ৪৭ পয়সা।

সামান্য হলেও এ দিন বেড়েছে সেনসেক্স। উত্থান ৭.৮১ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক এসে থিতু হয় ২৭,৪০৩.৫৪ অঙ্কে। এই নিয়ে টানা তিন দিন বাড়ল সূচক।

এ দিকে, মঙ্গলবার বেশ খানিকটা পড়তে দেখা গিয়েছে সোনার দামকে। মুম্বই বাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দর ২২৫ টাকা পড়ে যায়। কলকাতার বাজারেও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা পড়েছে ২০০ টাকা। ২২ ক্যারাট গয়নার সোনার দাম ১৯০ টাকা কমে দাঁড়িয়েছে ২৫,৭৪৫ টাকা।

শেয়ার বাজারে এ দিন লেনদেনের শুরুতে সূচক আরও অনেকটা উপরের দিকেই উঠেছিল। এক সময়ে তা ৮৩ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু তার পর থেকেই লগ্নিকারীদের মধ্যে হাতের শেয়ার বেচে মুনাফার টাকা তুলে নেওয়ার হিড়িক পড়ে যায়। যার হাত ধরে দ্রুত নেমে আসতে থাকে সূচকের পারা। বিশেষজ্ঞদের মতে, অর্ডিন্যান্স জারি করে আর্থিক সংস্কারের পথ পরিষ্কার করতে কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক উদ্যোগে খুশি শেয়ার বাজার।

তবে বছর শেষে ফের শেয়ার বেচতে শুরু করেছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, গত সোমবার তারা ২০৪.২২ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

share market nifty sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE