নিজস্ব সংবাদদাতা
প্রশাসন সূত্রে খবর, বাম আমলে বানতলা চর্মনগরীতে বেশ কিছু তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়া হয়।
সংবাদ সংস্থা
সম্প্রতি ছোট ব্যবসার জন্য এককালীন ঋণ পুনর্গঠনের সুবিধার কথাও ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
অমিতাভ গুহ সরকার
ডিসেম্বরে শিল্পোৎপাদন বৃদ্ধির হার নেমে এসেছে মাত্র ২.৪ শতাংশে, যা আগের বছর একই মাসে ছিল ৭.৩ শতাংশ। অর্থাৎ বাজারের কাছে চিন্তার খোরাক এখন অনেক।
নিজস্ব সংবাদদাতা
পাশাপাশি সরকারি ফি-ও অত্যন্ত চড়া এবং এক এক জায়গায় এক এক রকম হওয়ায় সার্বিক ভাবে বাধা পাচ্ছে টেলিকম পরিষেবা ও ডিজিটাল কর্মসূচি।
সংবাদ সংস্থা
৫,৩৭৯ কোটি এসেছে এসইউইউটিআইয়ের মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্কে ৩% সরকারি শেয়ার বিক্রির মাধ্যমে।
নিজস্ব সংবাদদাতা
সে ক্ষেত্রে বিল জমা, সংযোগ নেওয়া বা লাইন খারাপ হলে তা মেরামতি বিঘ্নিত হতে পারে।
প্রজ্ঞানন্দ চৌধুরী
বরাহনগর চটকলে কাজ করতেন সুধাংশু মণ্ডল। অবসর নিয়েছেন প্রায় তিন বছর আগে। কিন্তু এখনও পিএফের টাকা হাতে পাননি তিনিও। কারণ, পিএফের খাতায় নথিভুক্ত নামের বানানের সঙ্গে সামান্য ফারাক রয়েছে আধারে তাঁর নামের বানানে।
দেবপ্রিয় সেনগুপ্ত
দেশের রাস্তায় কবে থেকে শুধুই বৈদ্যুতিক গাড়ি চলবে, তা নিয়ে বিতর্ক বেধেছে। দূষণ ও আমদানি নির্ভর জ্বালানির খরচ কমাতে কেন্দ্রের একাধিক মন্ত্রী ও নীতি আয়োগ ২০৩০ সালের লক্ষ্যমাত্রার কথা বললেও তা বাস্তবোচিত নয় বলে দাবি গাড়ি শিল্পের।
জগন্নাথ চট্টোপাধ্যায়
গত বছর মার্চে জিএসটি আদায় বেড়েছিল প্রায় ১৭%। নবান্নে চিঠি পাঠিয়ে তার জন্য বাহবা দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় রাজস্ব সচিব। কিন্তু এ বার সেখানে জিএসটি আদায় বেড়েছে গড়ে ৯%। জিএসটি চালুর সময়ে কেন্দ্র জানিয়েছিল, ফি বছর ১৪% রাজস্ব আদায় বৃদ্ধি ধরে যা কমতি হবে, সেই টাকা ক্ষতিপূরণ হিসেবে পুষিয়ে দেবে কেন্দ্র।
গার্গী গুহঠাকুরতা
বৃহস্পতিবার নির্মাণ সংস্থাগুলির সংগঠন ক্রেডাইয়ের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গয়াল বলেন, আবাসন শিল্পকে চাঙ্গা করতে পুঁজি ঢালার পরিমাণ বাড়ানো জরুরি।
সংবাদ সংস্থা
বিরোধীদের দাবি, রাজস্থান-মধ্যপ্রদেশ-ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটে কৃষকদের ক্ষোভের আঁচ টের পেয়ে মরিয়া হয়েই এই প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। তাঁদের অভিযোগ, এ আসলে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। এখন সেই অভিযোগ আরও জোরালো হতে শুরু করেছে।
সংবাদ সংস্থা
সমাধান হয়নি কল ড্রপের সমস্যা। তাই বিএসএনএল ও আইডিয়া সেলুলারকে শো-কজ নোটিশ ধরানো হল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর তরফে। গত বছরের ৩০ সেপ্টেম্বর অবধি পাওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাই।
সংবাদ সংস্থা
‘হলদিরাম’-এর একটি সূত্রের খবর, এই ভাবে শেয়ারের একটি বড় অংশ বেচে দিয়ে কেলগ-এর সঙ্গে এ বার যৌথ মালিকানায় চালানো হবে ভুজিয়া ও মিষ্টির ব্যবসা।
গার্গী গুহঠাকুরতা
২০২২ সালের মধ্যে সকলের মাথার উপরে ছাদের ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে মোদী সরকার। সেই লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে বলেও দাবি তাদের। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এই প্রকল্পে নতুনত্ব কী? নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য আবাস তৈরির যোজনা তো আগেও ছিল।
সংবাদ সংস্থা
বাজেটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীষূষ গয়ালের ঘোষণা ছিল, যে সমস্ত কৃষক পরিবারের হাতে ২ হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে, বছরে ৬,০০০ টাকা সরাসরি যাবে তাঁদের অ্যাকাউন্টে। তা দেওয়া হবে ৩ কিস্তিতে। প্রতি বার ২,০০০ টাকা করে। তাঁর দাবি ছিল, এতে উপকৃত হবে অন্তত ১২ কোটি কৃষক পরিবার।
নিজস্ব প্রতিবেদন
এ দিন বাজার বন্ধের সময় সেনসেক্স এসে দাঁডায় ৩৬,০৩৪.১১ অঙ্কে। পাশাপাশি নিফ্টি ৩৭.৭৫ পয়ন্ট খুইয়ে থিতু হয় ১০,৭৯৩.৬৫ অঙ্কে।
সংবাদ সংস্থা
মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে প্রশাসনিক বৈঠকের পরে ট্রাম্প বলেন, ‘‘চিনের সঙ্গে ভালই কথাবার্তা চলছে। চিন এখন মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে। তবে আমি চাই, চুক্তিটা যেন চুক্তির মতো হয়। সেই সুযোগ আমাদের সামনে রয়েছে।’’