Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অনলাইনে প্রতারণার অভিযোগে ধৃত ১

পুলিশ সূত্রে খবর, পুরীর এক হোটেলের কর্তা এই অভিযোগ করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, রথযাত্রার সময়ে সপরিবার পুরীর ওই হোটেলে হাজির হয়েছিলেন এক পর্যটক। হোটেল থেকে বলা হয়েছিল, তাঁর নামে কোনও বুকিং নেই। 

সোমবার উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

সোমবার উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ০১:২৬
Share: Save:

একটি হোটেলের অনলাইন বিজ্ঞাপনে থাকা যোগাযোগের নম্বর বদলে পর্যটকদের প্রতারণা করার অভিযোগ উঠল। তদন্তে নেমে একটি চক্রের সন্ধান পেল বিধাননগর সাইবার পুলিশ। চক্রের এক সদস্যকে সোমবার উত্তরবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দেবজিৎ দে (২৩)।

পুলিশ সূত্রে খবর, পুরীর এক হোটেলের কর্তা এই অভিযোগ করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, রথযাত্রার সময়ে সপরিবার পুরীর ওই হোটেলে হাজির হয়েছিলেন এক পর্যটক। হোটেল থেকে বলা হয়েছিল, তাঁর নামে কোনও বুকিং নেই।

পর্যটক নাছোড়বান্দা ছিলেন। তিনি জানান, অনলাইনে হোটেলে বুকিং-এর জন্য যোগাযোগের নম্বর দেওয়া ছিল। সেখানেই তিনি ফোন করেছেন। সেই নম্বর থেকে কোন ঘরগুলি তাঁর নামে বুক করা হয়েছে সেই স্লিপও দেখান তিনি। ঘর বুক করতে ওই পর্যটক টাকাও পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেন।

শুধু ওই একটি নয়, এমন একাধিক ঘটনার পরে হোটেল কর্তৃপক্ষ দেখেন, অনলাইনে তাঁদের হোটেলের বিজ্ঞাপনে যে নম্বর দেখা যাচ্ছে, সেটি ভুয়ো। যে বুকিং স্লিপ পর্যটকেরা দেখিয়েছেন সেগুলিও ভুয়ো বলে জানান কর্তৃপক্ষ। বিধাননগর কমিশনারেট এলাকার বাসিন্দা হোটেলের এক কর্তা এর পরেই বিধাননগর সাইবার থানায় অভিযোগ করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অনলাইনে হোটেলের ঘর বুকিং এর জন্য যে নম্বর দেওয়া ছিল। তা বদলে দেয় অভিযুক্তেরা। পর্যটকেরা সেই নম্বরে যোগাযোগ করলে ঘর বুক করার পরিবর্তে

তাঁদের ভুয়ো স্লিপ দেওয়া হয়। কোথায় ঘর বুক করার জন্য টাকা পাঠাতে হবে তা-ও পর্যটকদের জানিয়ে দেওয়া হয়। তদন্তকারীদের অনুমান, এ ভাবে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।

তদন্তে নাম উঠে আসে আলিপুরদুয়ারের বাসিন্দা দেবজিতের। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Cyber Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE