Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Crime

রেস্তরাঁয় ‘যৌন হেনস্থা’, ধৃত ৩ যুবক

তারা মোবাইলে ওই কিশোরীদের ছবি তোলারও চেষ্টা করে বলে মহিলার অভিযোগ। তখনই তিনি চিৎকার করে তার প্রতিবাদ করেন। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৪
Share: Save:

রেস্তরাঁয় এক কিশোরী ও তাঁর মায়ের যৌন হেনস্থার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যৌন হেনস্থার সংশ্লিষ্ট ধারার পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে পকসো আইনেও মামলা রুজু করেছে ফুলবাগান থানা। সোমবার ওই তিন জনকে শিয়ালদহ আদালতে তোলা হলে এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাদের আজ, মঙ্গলবার শিয়ালদহ পকসো আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রামকুমার পাইক, জয় দাস ও হৃষীকেশকুমার সাউ। রামকুমারের বাড়ি রবীন্দ্র সরণি এলাকায়, জয়ের বাড়ি বিবেকানন্দ রোডে এবং হৃষীকেশের বাড়ি রাজা নবকৃষ্ণ স্ট্রিটে।

পুলিশ জানিয়েছে, ফুলবাগান থানা এলাকার সুরেন সরকার রোডের একটি রেস্তরাঁয় স্থানীয় বাসিন্দা, বছর পনেরোর এক কিশোরীর জন্মদিনের পার্টি ছিল রবিবার রাতে। ওই পার্টিতে কিশোরীর কয়েক জন বান্ধবীও উপস্থিত ছিল।

কিশোরীর মা পুলিশকে জানিয়েছেন, তাঁদের টেবিলের পাশেই জনা তিনেক যুবক বসে মদ্যপান করছিল। কিছু ক্ষণ পরে তিনি লক্ষ করেন, তাঁর মেয়ে ও মেয়ের বান্ধবীদের দিকে একদৃষ্টে তাকিয়ে অশালীন মন্তব্য করছে ওই তিন যুবক। এমনকি, তারা মোবাইলে ওই কিশোরীদের ছবি তোলারও চেষ্টা করে বলে মহিলার অভিযোগ। তখনই তিনি চিৎকার করে তার প্রতিবাদ করেন।

পুলিশ জানিয়েছে, ওই তিন যুবকের সঙ্গে দু’জন যুবতীও ছিলেন। কিশোরীর মা প্রতিবাদ করায় তাঁরা ওই তিন যুবকের হয়ে কথা বলতে শুরু করেন। এর পরে তিন যুবক কিশোরীর মায়ের উদ্দেশ্যে কটূক্তি করে বলে অভিযোগ। দু’তরফের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হওয়ায় রেস্তরাঁর কর্মীরা পরিস্থিতি সামলাতে ছুটে আসেন। মহিলার অভিযোগ, ওই যুবকদের মধ্যে কেউ এক জন তাঁর গায়ে হাত দেয়। এর পরে ফুলবাগান থানায় ফোন করে ঘটনার কথা জানান ওই মহিলা। রাতেই পুলিশ এসে তিন জনকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Sexual Harassment Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE