Advertisement
২০ এপ্রিল ২০২৪

ধূসর ছবিতে সবুজের ছোঁয়া

সব কিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ গার্ডেনরিচে উদ্বোধন হতে চলেছে একটি উদ্যান। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম উদ্বোধন করতে চলেছেন এই উদ্যান।

যতনে: তৈরি হচ্ছে উদ্যান। নিজস্ব চিত্র

যতনে: তৈরি হচ্ছে উদ্যান। নিজস্ব চিত্র

মেহবুব কাদের চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০১:১০
Share: Save:

ঘিঞ্জি এলাকায় এ বার চোখ পাবে সবুজের স্পর্শ।

সব কিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ গার্ডেনরিচে উদ্বোধন হতে চলেছে একটি উদ্যান। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম উদ্বোধন করতে চলেছেন এই উদ্যান। তাঁর কথায়, ‘‘গার্ডেনরিচের মতো ঘিঞ্জি জায়গায় বাচ্চারা খেলাধুলোর সুযোগ পায় না। ওদের জন্য এই উদ্যান করছি। গার্ডেনরিচে এমন পরিত্যক্ত জায়গা খুঁজে বার করে উদ্যান নির্মাণের পরিকল্পনা রয়েছে পুরসভার।’’

কাচ্চি সড়ক মোড়ের কাছে গার্ডেনরিচ রোডের পাশেই এই উদ্যান নির্মাণ হচ্ছে। ছোটদের খেলার বিভিন্ন সামগ্রী ও বসার জন্য কাঠের আসন তৈরি করা হচ্ছে। প্রায় পাঁচ হাজার বর্গফুট জুড়ে এই উদ্যান নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৩৫ লক্ষ টাকা। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল বলেন, ‘‘গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ এলাকায় উদ্যান নেই প্রায়। ওই জায়গা পরিত্যক্ত ছিল।’’

সম্প্রতি ওই নির্মীয়মাণ উদ্যানে গিয়ে দেখা গেল, সেখানে আধুনিক বাতিস্তম্ভ বসানোর কাজ প্রায় শেষের পথে। বাচ্চাদের েলনা বসানোর কাজে ব্যস্ত কর্মীরা। পুরসভা সূত্রের খবর, কৃত্রিম ট্রেন ছাড়াও তিন-চার রকমের খেলার সামগ্রী সেখানে বসানো হবে। শিশুদের মনোরঞ্জনের পাশাপাশি শিক্ষার জন্য নির্মীয়মাণ উদ্যানের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বাঘ, সিংহ, মিকি মাউস থেকে শুরু করে স্পাইড্যারম্যানের ছবি। উদ্যান দফতরের এক পুর ইঞ্জিনিয়ারের কথায়, ‘‘বাগানটিতে বড়দের হাঁটার জন্য পথ তৈরি করা হয়েছে। সকাল-বিকেল বয়স্কেরাও সেখানে হাঁটাহাঁটি করতে পারবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Environment Pollution Greenery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE