Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Bribe

শংসাপত্র দিতে টাকা চাওয়ার অভিযোগ

বিষ্ণুপুরের রসখালি পঞ্চায়েতের দমদমা এলাকার বাসিন্দা, পল্লবী নস্কর নামে ওই ছাত্রীর অভিযোগ, কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পূরণে স্থানীয় পঞ্চায়েত থেকে ‘অবিবাহিত’ শংসাপত্র নিয়ে আসতে বলেছিল কলেজ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:১২
Share: Save:

কন্যাশ্রীর শংসাপত্র দেওয়ার জন্য এক পঞ্চায়েত সদস্য কাটমানি চেয়েছেন বলে অভিযোগ তুললেন একটি কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী।

বিষ্ণুপুরের রসখালি পঞ্চায়েতের দমদমা এলাকার বাসিন্দা, পল্লবী নস্কর নামে ওই ছাত্রীর অভিযোগ, কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পূরণে স্থানীয় পঞ্চায়েত থেকে ‘অবিবাহিত’ শংসাপত্র নিয়ে আসতে বলেছিল কলেজ। তাই রসখালি পঞ্চায়েতের প্রধান তপতী বাছারের সঙ্গে যোগাযোগ করেন পল্লবী। তপতী তাঁকে বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপঙ্কর নস্করের কাছ থেকে প্রাথমিক শংসাপত্র নিয়ে আসতে। ওই ছাত্রীর অভিযোগ, দীপঙ্করবাবুর কাছে গেলে তিনি জানান, ১০০ দিনের কাজের প্রকল্পে যে টাকা পল্লবীর বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে, তার একাংশ দিলে তবেই শংসাপত্র মিলবে। এই ঘটনার পরে বিষ্ণুপুর (১) বিডিও-র কাছে দীপঙ্করবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। যদিও অভিযোগ অস্বীকার করে দীপঙ্করবাবু বলেন, ‘‘ওই ছাত্রী বিজেপি সমর্থক। আমি এমন কিছুই বলিনি।’’ ছাত্রীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে বিষ্ণুপুর (১) বিডিও অফিস সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bribe Kanyashree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE