Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সহপাঠীর ঘুষিতে মৃত্যু ছাত্রের

বচসার জেরে নেহাত রেগে গিয়েই বন্ধুর মুখে সজোরে এক ঘুষি মেরেছিল বছর পনেরোর ছাত্রটি। তার পরিণতি যে এত ভয়ানক হবে তা বোধহয় ঘুণাক্ষরেও টের পায়নি সে।

ময়াঙ্ক সুরেখা। ছবি-নিজস্ব চিত্র।

ময়াঙ্ক সুরেখা। ছবি-নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১৮:৪১
Share: Save:

বচসার জেরে নেহাত রেগে গিয়েই বন্ধুর মুখে সজোরে এক ঘুষি মেরেছিল বছর পনেরোর ছাত্রটি। তার পরিণতি যে এত ভয়ানক হবে তা বোধহয় ঘুণাক্ষরেও টের পায়নি সে। কিন্তু, সহপাঠীর সেই ঘুষিতেই মৃত্যু হল ময়াঙ্ক সুরেখা (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রের। অন্তত, প্রাথমিক তদন্তে পুলিশের সে রকমই সন্দেহ। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানার নিমতলা ঘাট স্ট্রিটে। তবে কী নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেধেছিল তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুই ছাত্রই একই স্কুলে পড়ত। রোজকার মতো এ দিন দুপুরেও তারা নিমতলা ঘাটে টিউশন নিতে গিয়েছিল। সেখানে তাদের দু’জনের মধ্যে কোনও বিষয় নিয়ে প্রথমে বচসা বাধে। বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। বন্ধুর ঘুষিতে মাটিতে পড়ে যায় ময়াঙ্ক। ভয় পেয়ে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত সহপাঠী। পরে ময়াঙ্ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী থেকে তাদের মধ্যে বিবাদ বেধেছিল, তা এখনও জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata news student killed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE