Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইতিহাসকে মনে করাতেই পায়ে পায়ে কলকাতার অলিগলিতে

এ শহরের মধ্যে কতগুলি শহর আছে, ক’জন বলতে পারবেন?

দর্শন: ঘুরে দেখানো হচ্ছে শহরের আনাচ-কানাচ। নিজস্ব চিত্র

দর্শন: ঘুরে দেখানো হচ্ছে শহরের আনাচ-কানাচ। নিজস্ব চিত্র

সুচন্দ্রা ঘটক
কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০১
Share: Save:

সূর্য সেন কোন কেবিনে চা খেতেন? কোথায় বসে চলত তাঁদের বিপ্লবের পরিকল্পনা? কোন গলিতে বসত ওয়াজিদ আলি শাহের মজলিশ? কোথায় সেই ঘাট, যেখান থেকে ক্রীতদাসদের নিয়ে দেশের প্রথম জাহাজ রওনা হয়েছিল সুরিনামের উদ্দেশে? তার থেকে কি অনেক দূরে সেই পাড়া, যেখানে প্রায় মলিন একটি চিনে মন্দির ঘিরে গড়ে উঠেছে আস্ত বসতি?

এ শহরের মধ্যে কতগুলি শহর আছে, ক’জন বলতে পারবেন?

ব্যস্ত রাস্তা, শান্ত পথ, অলস গলিগুলি নিজ নিজ তালে এগিয়ে চলে। কখনও নিয়ে যায় সে কালের ক্যালকাটায়। কখনও আবার তা যায় কলিকাতা, কলকাত্তা কিংবা কইলকেতায়। সবই যে বসত করে এ কলকাতার মধ্যেই। অতি পরিচিত, একান্ত আপন সেই মহানগরকে চিনতে গেলে তাই এখনও পায়ে হাঁটাই দস্তুর।

পায়ে পায়ে পথ ফুঁড়ে ইতিহাস বার করে আনতেও তাই উৎসাহ জোগাচ্ছেন একদল অন্য ধাঁচের পথ-নির্দেশক। শুধু পথই দেখাচ্ছেন না, গল্প বলছেন না-দেখা পথেরও। বিদেশের ঢঙে শহর চেনানোর ভার নিচ্ছেন তাঁরা। ঘুরিয়ে দেখাচ্ছেন অতি আপন শহরের অজানা পাড়া, না ছোঁয়া ইতিহাস। দেশ-বিদেশ থেকে আসা পর্যটকেরা যেমন সেই সব ওয়াকিং টুরে অংশ নিচ্ছেন, তেমনই শামিল হচ্ছেন এ শহরের অনেকেও। গাইডের বলা গল্পের সঙ্গে পা মিলিয়ে চিনে নিচ্ছেন নিজের শহরের না-যাওয়া অলিগলি। এ শহরে যত বাড়ছে ইতিহাসকে ফিরে দেখার কদর, ততই পায়ে পায়ে শহর চেনানোর এই ভ্রমণ পরিষেবায় যোগ দিচ্ছেন অনেকে। দেখাচ্ছেন, নিজের চেনা কলকাতাটা। তাঁদের কেউ সরাসরি পর্যটন ব্যবসায় যুক্ত থাকলেও, এমন অনেকেই আছেন যাঁরা অন্য কাজের ফাঁকে নিজেদের পড়াশোনা, ইতিহাসচর্চার মাধ্যমে নিজের শহরের প্রতি ভালবাসা ভাগ করে নেন অন্যদের সঙ্গে। কেউ আবার পর্যটন ব্যবসায় নিজস্ব ছোঁয়া দেন পুরনো কলকাতাকে মনে করিয়েই।

গত ১৭ বছর ধরে পর্যটকদের পায়ে হেঁটে শহর চেনান একটি ভ্রমণ সংস্থার কর্ণধার শুদ্ধব্রত দেব। শীতের মরসুমে তাঁর কাছে বিদেশি পর্যটকেরা ভিড় জমান কলকাতার একান্ত আহ্লাদের ‘নলেজ স্ট্রিট’ ঘুরে দেখার জন্য। তিনি জানেন, ভিন্ দেশি পর্যটকেরা যেমন কলেজ স্ট্রিট পাড়া দেখতে ভালবাসেন এ ভাবে, এ শহরের অধিকাংশই তাতে আগ্রহী হবেন না। তবে এ শহরের লোকজনকেই তিনি ঘুরিয়ে শোনাতে চান এমন একটা কলকাতার কথা, যা কি না জোব চার্নক আসার অনেক আগে থেকেই রীতিমতো কল্লোলিনী। তিনি বলছিলেন, ‘‘বেশির ভাগের মনেই এমন একটা ধারণা থাকে, যেন জোব চার্নক এসেই খুঁজে বার করেছিলেন এ শহরটাকে। তা তো নয়ই, বরং এই এলাকা ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট নাম করেছিল বলেই চার্নক এসেছিলেন। এ সব কথা শোনাই। দেখাই এর সপক্ষে বেশ কিছু ঐতিহাসিক এলাকাও।’’ পর্যটকদের জন্য তাই তৈরি করেছেন তিনি নানা পাড়ার ‘ওয়াকিং টুর’।

শহরের ঔপনিবেশিক ঐতিহ্য থেকে বাবু পাড়ার নানা ইতিহাসের কথা হেঁটে হেঁটে শোনান রামানুজ ও তাঁর সহকর্মীরাও। পুরনো সাহেব পাড়ার খাওয়াদাওয়া থেকে বঙ্গদেশের চিনে গিন্নিদের হেঁসেল, কিছুই বাদ পড়ে না। উৎসাহীদের নিয়ে যান বেলুড় মঠ, কুমোরটুলির মতো জায়গায়। চলতে চলতে গল্প বলেন সেই এলাকার। সাত বছর ধরে একটু একটু করে এ কাজ করছেন তাঁরা।

শহর কলকাতার ইতিহাস মানেই যে ইংরেজ শাসন কিংবা বাবুদের পাড়া— জন-মন থেকে এই গতানুগতিক ধারণাটাই সরাতে চান কলেজ শিক্ষক ও লেখক শামিম আহমেদ। তাই তিনি সকলকে মেটিয়াবুরুজের অলিগলিতে নিয়ে যান ওয়াজিদ আলি শাহের স্মৃতির ভগ্নাবশেষ দেখাতে। ঘুরে দেখান কোথায় বসত ঠুংরির আসর, কোথায় ছিল তাঁর পুরনো মসজিদ। কলকাতার মধ্যেই যে ছোট্ট এক টুকরো লখনউ জন্ম নিয়েছিল এককালে এবং যথেষ্ট আদর পেয়েছিল বাঙালির, তা আর কত দিন অজানা থাকবে?

এ শহরের ইতিহাসে আছে স্বাধীনতার বিপ্লব থেকে নকশাল আমলের নানা কথা। শুদ্ধব্রত বলছিলেন, ‘‘বিদেশিদের দেখানোর থেকেও এই শহরের তরুণদের সে সব কথা মনে করানোর উৎসাহ আমার এ ক্ষেত্রে বেশি। তাই দু’বছর পরিশ্রম করে একটা ওয়াক তৈরি করেছি। নাম অগ্নিযুগের কলকাতা।’’ বিনা মূল্যের এই টুর তিনি করাচ্ছেন বাংলায়। ইচ্ছে একটাই— যেন ইতিহাস ভুলে না যায় তরুণ সমাজ।

এ ভাবে শহর দর্শন ইতিহাসের জন্যেও কি গুরুত্বপূর্ণ? শামিম যেমন বিশ্বাস করেন, এটিও ইতিহাস চর্চার একটি মাধ্যম। শুধু বইয়ের পাতায় আটকে না রেখে, সেই চর্চা বরং সাধারণের মধ্যে এ ভাবে নিয়ে আসা যায় বলেই তাঁর মত। শীতের ছুটিতে কলকাতায় ফিরে ওয়াকিং টুর-এ অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডস্-এর উট্রেকট বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের শিক্ষিকা বর্ণিতা বাগচীও। তাঁর উপলব্ধি, যে শহরের এত রকম দিক থাকে, ইতিহাসের নানা পরত থাকে, তাকে চিনতে এমন ভাবেই ঘুরে দেখা প্রয়োজন। তিনি বলছিলেন, ‘‘দক্ষিণ কলকাতায় বড় হয়েছি, অথচ এই শহরের অন্য একটি প্রান্তের এত দিন ধরে থাকা আর্মেনিয়ান গির্জা, চিনা মন্দির তো আগে দেখিনি! সেখানে না গেলে, বইয়ে এই জায়গাগুলো সম্পর্কে শুধু পড়ে কোনও শহরের সংস্কৃতি বোঝা যায় না।’’ তাই তাঁর মত, এই ধরনের ‘ওয়াকিং টুর’ শুধু নিছক বেড়ানো নয়, কোনও শহরের বেড়ে ওঠার ধারা বুঝতে গেলে এমন ভাবেই দেখা প্রয়োজন। শোনা দরকার, সে সব এলাকার মানুষদের কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Heritage Walk Kolkata Tourism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE