Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মুক্তিপণ নিতে এসে পাকড়াও অপহরণকারীরা

মুক্তিপণের জন্য নিউ টাউন থেকে এক সিভিল ইঞ্জিনিয়ারকে অপহরণ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করেছিল। তবে টাকা দিয়ে সেই ইঞ্জিনিয়ারকে অপহরণকারীদের থেকে ছাড়ানোর মুহূর্তেই পুলিশের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতী-দল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৬
Share: Save:

মুক্তিপণের জন্য নিউ টাউন থেকে এক সিভিল ইঞ্জিনিয়ারকে অপহরণ করে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। পাঁচ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করেছিল। তবে টাকা দিয়ে সেই ইঞ্জিনিয়ারকে অপহরণকারীদের থেকে ছাড়ানোর মুহূর্তেই পুলিশের হাতে ধরা পড়ে গেল দুষ্কৃতী-দল। ঘটনায় অভিযুক্ত সন্দেহে শনিবার রাতে এক মহিলা-সহ আট জন গ্রেফতার হয়েছে। সম্পত্তি হাতানোর জন্যই ওই মহিলা এই অপহরণের ছক কষেছিল বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিউ টাউনের তারুলিয়ার বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার রাহুল বিশ্বাসকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েক জন দুষ্কৃতী। পুলিশ জানায়, রাহুলের পরিবারের লোকজন পটনায় থাকেন। নিউ টাউন থানার পুলিশ জানায়, রাহুলকে অপহরণ করার পরে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তাঁর দাদা বিপুল বিশ্বাসকে পটনায় ফোন করে অপহরণকারীরা। শুক্রবার নিউ টাউন থানায় এসে অপহরণের অভিযোগ করেন বিপুলবাবু। তার পরেই রাহুলের মোবাইল টাওয়ারের অবস্থানের উপরে নজর রাখতে থাকে নিউ টাউন থানার পুলিশ। ইতিমধ্যে অপহরণকারীদের সঙ্গে দর কষাকষিও চলতে থাকে রাহুলের পরিবারের।

তদন্তকারীরা জানান, চাকদহের কাছে বিষ্ণুপুর নামে একটি জায়গায় রাহুলকে বন্দি করে রেখেছিল অপহরণকারীরা। তারা অনেক দর কষাকষির পরে পঞ্চাশ হাজার টাকার বিনিময় রাহুলকে মুক্তি দিতে রাজি হয়। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় রাহুলের পরিবারকে। সেখানে দশ হাজার টাকা অপহরণকারীদের নির্দেশ মতো পাঠিয়েও দেওয়া হয়। অপহরণকারীরা টেলিফোনে রাহুলের পরিবারকে জানায়, বাকি টাকা রাহুলকে ফেরত দেওয়ার সময়ে তারা নেবে। সেই মতো শনিবার সন্ধ্যায় রাহুলকে নিউ টাউনে ছাড়তে আসে অপহরণকারীরা। পুলিশও রাস্তায় ফাঁদ পাতে। রাহুলকে ছাড়িয়ে নিয়ে আরও চল্লিশ হাজার টাকা অপহরণকারীদের দেয় রাহুলের পরিবার। সেই টাকা নিয়ে পালানোর সময়ে রাস্তায় নিউ টাউন থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা।

ধৃত মহিলার নাম রুমা সরকার। তার বাড়ি বনগাঁয়। তদন্তকারীরা জানান, অপহরণের ছক রুমাই কষেছিল বলে অভিযোগ। পুলিশ জেনেছে, সেই কাজে লাগানো হয়েছিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা প্রণব বিশ্বাস নামে এক ব্যক্তিকে। অপহরণের ছক কষতে গিয়ে রাহুলদের পটনার বাড়িতেও রেইকি করে আসে অপহরণকারীরা।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, বাদুড়িয়াতে আট কাঠা জমির উপরে একটি বাড়ি রয়েছে। অভিযোগ, রাহুলকে অপহরণ করে সেই সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিল ধৃত রুমা সরকার ও তার দেওর চম্পক সরকার। অভিযুক্তদের থেকে দু’টি গাড়ি, একটি মোটরসাইকেল এবং ৩৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE