Advertisement
১৯ এপ্রিল ২০২৪

র‌্যাগিং-কাণ্ডে ফের নিগ্রহের অভিযোগ

এ দিন ওই ছাত্র দাবি করেছেন, ইউজিসি নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করতে চাননি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০১:০৩
Share: Save:

র‌্যাগিংয়ের অভিযোগ করায় নিগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিধাননগর কলেজের এক ছাত্র।

গত অগস্ট মাসে কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র ইউজিসি-র কাছে অভিযোগটি জানিয়েছিলেন। তারই জেরে সোমবার তাঁকে নিগ্রহ করা হয়েছে বলে তাঁর দাবি। বারাসতে এই ঘটনা ঘটার পরে স্থানীয় থানায় ওই ছাত্র অভিযোগ দায়ের করেন। তার উপরে ভিত্তি করে মঙ্গলবার মামলাও শুরু হয়েছে। আপাতত বারাসত হাসপাতালে ছাত্রটি ভর্তি রয়েছেন।

এ দিন ওই ছাত্র দাবি করেছেন, ইউজিসি নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করতে চাননি। পরে হাইকোর্টের নির্দেশ পেয়ে করেন। এই ঘটনায় গত ৫ জানুয়ারি দুই পড়ুয়াকে ১০ দিনের জন্য সাসপেন্ড করেছেন কর্তৃপক্ষ। অভিযোগকারী ছাত্রের বক্তব্য, শুধু এই দু’জন নয়, তাঁর অভিযোগ আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে। কর্তৃপক্ষ দু’জনকে ১০ দিনের জন্য সাসপেন্ড করার পরেই বারাসতে তাঁকে অচেনা কয়েক জন আক্রমণ করে বলে জানিয়েছেন ওই ছাত্র। তারা অভিযোগ তুলে নিতেও বলে। ছাত্রটি এ দিন বলেন, ‘‘কর্তৃপক্ষ নিগ্রহকারীদের আড়ালেরই চেষ্টা করছেন।’’ কলেজের অধ্যক্ষ মধুমিতা মান্না অবশ্য জানান, বারাসতে ছাত্রটি নিগৃহীত হয়েছেন, এমন খবর তাঁর কাছে নেই। গোটা বিষয়টি নিয়ে তিনি আর কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bidhannagar College ragging
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE