Advertisement
১৯ এপ্রিল ২০২৪

প্রবেশিকা বিতর্কের জেরে ইতিহাসে ভর্তিই স্থগিত যাদবপুরে

শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ, প্রবেশিকায় বাইরের শিক্ষকদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ পর্বে যাদবপুরের শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদে সরব হয়েছিলেন। কিন্তু আখেরে অন্তত একটি বিষয়ের উত্তরপত্র মূল্যায়নে বাইরের শিক্ষকদেরই ডাকা হচ্ছে!

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৮ ০৪:২৭
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসুখটা ঠিক কী ও কোথায়, সেই প্রশ্ন আবার জোরদার হয়েছে শিক্ষা শিবিরে।

রাজ্যের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শুধু প্রেসিডেন্সি আর যাদবপুরে কেন গোলমাল বাধে, তা নিয়ে বারবার বিস্ময় প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্নাতক স্তরে কলা বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিতর্কের জেরে সেই যাদবপুরেই এ বার স্থগিত হয়ে গেল ইতিহাসে ভর্তির প্রক্রিয়া। ঠিক হয়েছে, প্রবেশিকার উত্তরপত্র নতুন করে দেখা হবে। বাইরের পরীক্ষকদের দিয়েই তা দেখানোর কথা ভাবছেন কর্তৃপক্ষ। অন্য পাঁচটি বিষয়ে ভর্তি-পরীক্ষার উত্তরপত্র ট্যাবুলেশন ঠিকঠাক হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ, প্রবেশিকায় বাইরের শিক্ষকদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ পর্বে যাদবপুরের শিক্ষক-শিক্ষিকারা প্রতিবাদে সরব হয়েছিলেন। কিন্তু আখেরে অন্তত একটি বিষয়ের উত্তরপত্র মূল্যায়নে বাইরের শিক্ষকদেরই ডাকা হচ্ছে!

অভূতপূর্ব এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ভর্তি হতে উন্মুখ পড়ুয়ারা। তাঁদের অনেকে বুধবার কলকাতায় চলে এসেছেন। রাতে উপাচার্য সুরঞ্জন দাসের দফতরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি, যে-তালিকা অনুযায়ী ভর্তি নেওয়ার কথা, তার ভিত্তিতেই আজ, বৃহস্পতিবার অন্যান্য বিষয়ের সঙ্গে ইতিহাসেও পড়ুয়া ভর্তি করতে হবে।

এ বছর ভর্তি প্রক্রিয়ার সূচনাতেই কলা বিভাগের ছ’টি বিষয়ে প্রবেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়। প্রবেশিকা বন্ধের সিদ্ধান্ত নিয়েও তা ফিরিয়ে আনা হয় ছাত্র আন্দোলনের জেরে। বারবার দিন বদল করে শেষ পর্যন্ত নেওয়া হয় প্রবেশিকা। তার পরে বিতর্ক বাধে মেধা-তালিকা নিয়ে। কেন বোর্ডের পরীক্ষা ও প্রবেশিকার নম্বর আলাদা করে দেখানো হয়নি, সেই প্রশ্ন ওঠে। আলাদা নম্বর-সহ মেধা-তালিকা প্রকাশের পরেও বিতর্ক থামেনি। ইতিহাসের মেধা-তালিকায় দেখা যায়, উচ্চ মাধ্যমিক পাশ করে আসা ২১৬ জনের নাম আছে মেধা-তালিকায়। কিন্তু তাঁদের মধ্যে ১২০ জন পেয়েছেন দশেরও কম নম্বর! উচ্চ মাধ্যমিকে যাঁরা ৮৫-৯০% নম্বর পেয়েছেন, তাঁদের কেউ কেউ প্রবেশিকা পরীক্ষায় পেয়েছেন এক, কেউ বা পেয়েছেন বেবাক শূন্য!

এই নিয়ে এ দিন শাসক দলের শিক্ষক সংগঠন ওয়েবকুপা-র তরফে উপাচার্যের কাছে প্রতিবাদ জানানো হয়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, ইতিহাসের ভর্তি স্থগিত রাখা হচ্ছে। বৃহস্পতিবার থেকে দু’দিনে ছ’টি বিষয়ে ছাত্র ভর্তির সিদ্ধান্ত হয়েছিল। আজ ইতিহাস, ইংরেজি, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি নেওয়ার কথা ছিল। কাল, শুক্রবার তুলনামূলক সাহিত্য এবং দর্শনে ভর্তি নেওয়ার কথা।

ইংরেজির এক ছাত্রী আগেই অভিযোগ করেছিলেন, তিনি উচ্চ মাধ্যমিকে যা পেয়েছেন, তার থেকে আট নম্বর কম দেওয়া হয়েছে তাঁকে। অর্থাৎ ভর্তির জন্য প্রবেশিকার ৫০% এবং বোর্ডের নম্বরের ৫০% ধরলে তাঁর চার নম্বর কমে গিয়েছে বলে অভিযোগ জানান ওই ছাত্রীর বাবা। ওই চার নম্বরের জন্য অন্তত ৪০ জনের পিছনে চলে গিয়েছেন ছাত্রীটি। এ দিন সিদ্ধান্ত হয়েছে, ইংরেজি, বাংলা, তুলনামূলক সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনের মেধা-তালিকায় এমন ভুল আছে কি না, তা বুঝতে ট্যাবুলেশন শিটও খতিয়ে দেখা হবে।

উপাচার্য এ বিষয়ে কিছু বলতে চাননি। ইতিহাসের বিভাগীয় প্রধান তথা কলা বিভাগের ডিন শুভাশিস বিশ্বাস বলেন, ‘‘বিতর্ক এড়াতেই ইতিহাসের উত্তরপত্র আবার দেখার সিদ্ধান্ত হয়েছে। আবেদনকারীদের কোনও অভিযোগ থাকলে ১৪ অগস্ট পর্যন্ত কর্তৃপক্ষকে তা জানানো যাবে। উত্তরপত্র বাইরের পরীক্ষককে দিয়ে দেখানোর কথাই ভাবা হচ্ছে।’’

এই নিয়ে কলা বিভাগের পড়ুয়ারা বিক্ষোভ দেখান। কলা বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, ‘‘এই ঘটনায় যাদবপুর সম্পর্কে জনমানসে খারাপ বার্তা যাবে। ভর্তি হতে আসা পড়ুয়াদের চরম হেনস্থা হল। কাদের অঙ্গুলিহেলনে এটা ঘটল, তা তদন্ত করে দেখা দরকার।’’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটা-র সহ-সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, বোর্ডের পরীক্ষার যা ধাঁচ, তার সঙ্গে যাদবপুরের প্রবেশিকার ধাঁচ মেলে না। প্রবেশিকায় পড়ুয়াদের সৃষ্টিশীলতা যাচাই করা হয়। তাই বোর্ডের পরীক্ষা আর প্রবেশিকা দু’টিতেই পড়ুয়া ভাল করবেন, এটা কোনও যুক্তি হতে পারে না। তিনি বলেন, ‘‘এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কালিমালিপ্ত হল। কারা এই গাফিলতির জন্য দায়ী, তা খুঁজে বার করতে তদন্ত হোক।’’

শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

History Admission Jadavpur University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE