Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কেনার অছিলায় কেপমারি, ধৃত ২

পুলিশ জানিয়েছে, পর্ণশ্রীর বাসিন্দা এক কিশোর ‌নিজের মোবাইল ফোন বিক্রির জন্য ওই ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০২:২৩
Share: Save:

পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইট দেখে বিক্রেতাকে ডেকে এনে কেপমারির অভিযোগে গ্রেফতার হল দুই যুবক। বুধবার একবালপুর থেকে তাদের ধরে নিউ আলিপুর থানার পুলিশ। ধৃতদের নাম অভিষেককুমার দাস ওরফে ভিকি এবং ইজাহার আহমেদ ওরফে ববি। আদালতে তোলা হলে বিচারক ২৭ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, পর্ণশ্রীর বাসিন্দা এক কিশোর ‌নিজের মোবাইল ফোন বিক্রির জন্য ওই ওয়েবসাইটে বিজ্ঞাপন দেন। ১০ জুন ওই বিজ্ঞাপন দেখে ইজাহার নিজেকে ববি বলে পরিচয় দিয়ে মোবাইলটি কিনতে যোগাযোগ করে। ওই কিশোরের অভিযোগ, ধৃতেরা তাকে বাড়ির নিচে অপেক্ষা করতে বলে মোবাইল নিয়ে। ভিকি নামে এক যুবককে নিয়ে একটি মোটরবাইক চেপে আসে ইজাহার। ভিকি জানায়, এটিএম থেকে টাকা তুলে দাম দেবে। অভিযোগ, ববি এবং ভিকি ওই কিশোরকে নিয়ে তারাতলা মোড়ের কাছে এটিএমে যায়। মোবাইলটি ছিল ধৃতদের কাছেই। এর পরে মোটরবাইক স্টার্ট করে ভিকি। ববি ঢোকে এটিএমের ভিতরে। অভিযোগ, ওই কিশোর অন্যমনস্ক হতেই ববি এবং ভিকি মোটরবাইকে চেপে একবালপুরের দিকে চলে যায়।

পুলিশের দাবি, ববির ব্যবহৃত ফোন নম্বরটি ছিল মেটিয়াবুরুজের এক যুবকের। সেটি বছর খানেক আগে হারিয়ে যায়। সেই নম্বর ব্যবহার করেই কাজ সারত ধৃতেরা। পুলিশ জানিয়েছে, মোটরবাইকের রং ধরে তদন্ত শুরু হয়। যে সংস্থার নীল রংয়ের মোটরবাইক চেপে এসেছিল ধৃতেরা, তেমন দু’টি মোটরবাইক রয়েছে একবালপুর-খিদিরপুর-তারাতলা এলাকায়। জানা যায়, ধৃতেরা এলাকার এক ব্যবসায়ীর মোটরবাইক ব্যবহার করেছিল ঘটনার দিন। এর পরেই গ্রেফতার হয় তারা। বৃহস্পতিবার রাত পর্যন্ত উদ্ধার হয়নি মোবাইল ফোনটি। মোটরবাইকটি আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, মাস চারেক ধরে ওই যুবকেরা পুরনো জিনিস কেনাবেচার ওয়েবসাইট দেখে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে কেপমারি করত। মূলত বৈদ্যুতিন সামগ্রীই ছিল তাদের লক্ষ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kepmari arrest Online trading
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE