Advertisement
১৬ এপ্রিল ২০২৪

গাড়ির বিরুদ্ধে মামলা, হামলা পুলিশের উপরে

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল সওয়া ৮টা নাগাদ। বেনিয়াপুকুরের পদ্মপুকুর মোড়ে ডিউটি করছিলেন গোবিন্দবাবু।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৫২
Share: Save:

গার্ডেনরিচে এক পুলিশ অফিসারকে মারধরের কয়েক ঘণ্টার মধ্যেই শহরে ফের এক পুলিশকর্মীকে নিগ্রহের অভিযোগ উঠল।

মঙ্গলবার সকালে বেনিয়াপুকুর থানা এলাকায় ডিউটি করার সময়ে এক বেপরোয়া মোটরবাইক চালকের হাতে কলকাতা পুলিশের এক ট্র্যাফিক হোমগার্ড নিগ্রহের শিকার হন বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হচ্ছে, এই দাবি করে ওই পুলিশকর্মীর উপরে চড়াও হন অভিযুক্ত। পুলিশ জানায়, গোবিন্দ নায়েক নামে ওই হোমগার্ডকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। প্রহৃত পুলিশকর্মী পার্ক সার্কাস ট্র্যাফিক গার্ডে কর্মরত।

পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকাল সওয়া ৮টা নাগাদ। বেনিয়াপুকুরের পদ্মপুকুর মোড়ে ডিউটি করছিলেন গোবিন্দবাবু। আচমকাই সেখানে আসেন অজ্ঞাতপরিচয় ওই মোটরবাইক আরোহী। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃত ভাবে পুলিশ ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্য জরিমানা করছে তাঁকে। তাঁর আরও দাবি, তিনি কোনও নিয়ম লঙ্ঘন করেননি।
তদন্তকারীরা জানান, গোবিন্দবাবু ওই মোটরবাইক আরোহীকে ট্র্যাফিক গার্ডে গিয়ে অভিযোগ জানাতে বলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি ওই আরোহী। উল্টে গোবিন্দবাবুর সঙ্গেই বচসা জুড়ে দেন। অভিযোগ, বচসা চলাকালীন অভিযুক্ত মোটরবাইক আরোহী গোবিন্দবাবুকে নিগ্রহ করেন এবং ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। তদন্তকারীদের কাছে ওই পুলিশকর্মীর অভিযোগ, তিনি মাটি থেকে উঠে ওই বাইকআরোহীকে আটকানোর চেষ্টা করেন। সেই সময়ে মোটরবাইক চালিয়ে পালিয়ে যান অভিযুক্ত। তিনি গোবিন্দবাবুকেও কয়েক মিটার টেনে নিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনায় কিছুটা জখম হয়েছেন গোবিন্দবাবু।

পুলিশ সূত্রের খবর, এলাকার সিসি ক্যামেরার সূত্র ধরে অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এর আগে কখনও মত্ত অবস্থায় গাড়ি চালানোর প্রতিবাদ করায় মারধর, কখনও ট্র্যাফিক সিগন্যাল না মানা বা হেলমেট না পরার অভিযোগে চালকদের আটকানোর পরে পুলিশকে হেনস্থা করার ঘটনা ঘটেছে। কিন্তু গাড়ির বিরুদ্ধে বেশি মামলা করার প্রতিবাদে পুলিশকর্মীর উপরে হামলার ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি বলেই লালবাজারের দাবি। এক পুলিশকর্তা বলেন, ‘‘অভিযুক্তের মোটরবাইকের নম্বর থেকে জানা গিয়েছে, ওই গাড়ির বিরুদ্ধে মাত্র দু’টি ট্র্যাফিক আইন ভঙ্গের মামলা রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

policeman Assault Traffic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE