Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পশু ক্লিনিকে নৈশ পরিষেবা বন্ধে প্রশ্ন

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ব্রিটিশ আমল থেকেই বেলগাছিয়া ক্যাম্পাসে একটি পশু ক্লিনিক চালু রয়েছে। আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লিনিকটি চলত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

মেহবুব কাদের চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ০১:০৮
Share: Save:

উপাচার্যকে অন্ধকারে রেখেই বন্ধ হয়ে গেল বেলগাছিয়ায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকে রাতের পরিষেবা। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ উপাচার্য। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ব্রিটিশ আমল থেকেই বেলগাছিয়া ক্যাম্পাসে একটি পশু ক্লিনিক চালু রয়েছে। আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লিনিকটি চলত। ২০১৫ সাল থেকে সেখানে রাতের পরিষেবা চালু হয়েছে। রাতের চিকিৎসা পরিষেবা নিয়ে শিক্ষকদের একাংশের অভিযোগ, ভেটেরিনারি বিভাগে ৭৫ জন ফ্যাকাল্টি, অথচ ৩০ জনকে দিয়ে রাতের ক্লিনিকে ডিউটি করানো হচ্ছে। রাতের ডিউটি বাতিল-সহ একাধিক দাবি নিয়ে ৯ অগস্ট বিশ্ববিদ্যালয়ের এগ্‌জিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলাকালীন উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখান ২০ জন শিক্ষক। তাঁদেরই এক জন, শক্তিপদ প্রধানের দাবি, ‘‘ক্লিনিকের জরুরি পরিষেবা দেওয়া শিক্ষকদের কাজ নয়। রাতের পরিষেবা দেওয়ার জন্য ‘ক্লিনিক্যাল’ শিক্ষক নিয়োগ করা হোক।’’ তাঁর অভিযোগ, ‘‘এ নিয়ে কর্তৃপক্ষকে আপত্তির কথা বলেও কোনও কাজ না হওয়ায় ১ অগস্ট রাত থেকে আমরা ডিউটি বন্ধ করে দিয়েছি।’’

প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পূর্ণেন্দু বিশ্বাসের দাবি, ‘‘আমাকে না জানিয়ে কয়েক জন শিক্ষক রাতের ডিউটি বন্ধ করে দিয়েছেন। পরিষেবা শীঘ্র চালু করার কথা ভাবা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, প্রত্যেক শিক্ষক মাসে মাত্র এক দিন এই ক্লিনিকে রাতের ডিউটি করেন। এ জন্য দেড় দিন ছুটি পান তাঁরা। পাশাপাশি, ‘নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স’ পান। উপাচার্যের অভিযোগ, ‘‘এত বিশেষ সুবিধে পাওয়া সত্ত্বেও কয়েক জন শিক্ষক রাতের ডিউটি এড়াতে নানা দাবি নিয়ে ৯ অগস্ট আমার অফিসে বিক্ষোভ দেখান।’’

রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘অবলা জীবদের কথা ভেবেই রাতের চিকিৎসা পরিষেবা চালু হয়েছিল। পরিষেবা বন্ধ করে ওঁরা ঠিক করেননি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘প্রাণীদের রাতের ক্লিনিক বন্ধ হয়ে থাকলে খুব সমস্যা হবে। আমার পোষ্যকেই কয়েক বার রাতে ওখানে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলাম।’’

বিধায়ক তথা রাজ্য প্রাণী কল্যাণ বোর্ডের ভাইস চেয়ারপার্সন ও পশুদের নিয়ে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার দেবশ্রী রায় বলেন, ‘‘চেন্নাইয়ে একাধিক পশু হাসপাতালে ২৪ ঘণ্টা ক্লিনিক রয়েছে। মানুষের জন্য তো রাতেও ডাক্তার ডিউটি করেন। পশুদের চিকিৎসা দিতে আপত্তি কোথায়?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belgachia veterinary hospital Belgachia Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE