Advertisement
১৬ এপ্রিল ২০২৪
State news

শরীর খারাপ করছে, খাবার আনতে বলে আরজি কর থেকে শিশু নিয়ে চম্পট

শরীর খারাপের অছিলায় শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে আসা এক মহিলাকে খাবার আনতে বলে তাঁর শিশুপুত্র চুরি করে পালানোর অভিযোগ উঠল আর এক মহিলার উপরে। বুধবার ঘটনাটি ঘটে আরজি কর হাসপাতালে।

এই শিশুটিই চুরি যাওয়ার অভিযোগ হয়েছে।

এই শিশুটিই চুরি যাওয়ার অভিযোগ হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৯
Share: Save:

শরীর খারাপের অছিলায় শিশুকে চিকিৎসকের কাছে নিয়ে আসা এক মহিলাকে খাবার আনতে বলে তাঁর শিশুপুত্র চুরি করে পালানোর অভিযোগ উঠল আর এক মহিলার উপরে। বুধবার ঘটনাটি ঘটে আরজি কর হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, ওই দিন সলমন মোল্লা নামে দু’মাসের শিশুকে আরজি করের আউটডোরে দেখাতে নিয়ে আসেন মা মামনি বেগম। তাঁরা টালা থানা এলাকার গোঁসাইপাড়ার বাসিন্দা। সঙ্গে ছিলেন মামনির বৌদি এবং বৌদির বোন। হাসপাতালের শিশু বিভাগের আউটডোরে শিশুকে নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেনমামনি। অনেক ক্ষণ লাইনে দাঁড়ানোর পর মামনির জন্য হাসপাতালের বাইরে থেকে খাবার কিনতে যান বৌদি এবং বৌদির বোন।

মামনি পুলিশকে জানিয়েছেন, তাঁর পাশে হলুদ শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে ছিলেন। বৌদি এবং বৌদির বোন বাইরে যাওয়ার পরই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তিনি বলতে থাকেন যে, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। তাঁর প্রচণ্ড খিদে পেয়েছে। মামনির অভিযোগ, খাবার কিনে আনতে তাঁকে জোরাজুরিও করতে থাকেন তিনি। মামনিকে তিনি জানান, তাঁর দু’বছরের শিশুকে তাঁর কাছে রেখে যেতে। শিশুকে নিয়ে তিনিই তাঁদের লাইন ধরে রাখবেন।

আরও পড়ুন: সুইচ দিতেই ভুলে গেলেন বিমানকর্মী! যাত্রীদের নাক-কান দিয়ে রক্ত, জরুরি অবতরণে রক্ষা

মামনি প্রথমে যেতে না চাইলেও, জোরাজুরিতে খাবার কিনতে যেতে বাধ্য হন। বাইরে থেকে কলা,পাউরুটি কিনে ভিতরে গিয়ে দেখেন ওই মহিলা নেই। অনেক খুঁজে তাঁর দু’মাসের শিশুকেও খুঁজে পাওয়া যায়নি।

শিশুর মা এবং বাবা।

এর পর বাড়িতে ফোনে বিষয়টি তিনি জানান। স্বামী ইব্রাহিম মোল্লা হাসপাতালে ছুটে যান। তার পরই টালা থানায় শিশু চুরির অভিযোগ দায়ের করেন তাঁরা।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে,হলুদ শাড়ি পরা ওই মহিলাকে শিশু কোলে বাইরে বেরিয়ে যেতে দেখা গিয়েছে।তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child trafficking R G Kar hospital Child theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE