Advertisement
২০ এপ্রিল ২০২৪

গয়না পালিশের নাম করে প্রতারণা

পুলিশ জানায়, বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিটের বাসিন্দা উলফিনা কলিন্সের বাড়িতে সোমবার আসে দুই যুবক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০২:১১
Share: Save:

একটি শপিং মলের প্রতিনিধি পরিচয় দিয়ে সোনা পালিশ করে দেওয়ার নাম করে তা হাতিয়ে নেওয়ায় দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বৌবাজার থানার বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিটে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ জানায়, বিপ্লবী অনুকূলচন্দ্র স্ট্রিটের বাসিন্দা উলফিনা কলিন্সের বাড়িতে সোমবার আসে দুই যুবক। তারা শিয়ালদহের এক শপিং মলের প্রতিনিধি বলে পরিচয় দেয়। ওই বিপণির তরফে ‘ফ্রি গিফ্‌ট’ আছে, উলফিনাকে তা জানিয়ে তাঁর সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করে। পুলিশ জানায়, প্রথমে উলফিনা তাদের কথায় আমল না দিলেও পরে বাড়ির ভিতরে নিয়ে যান। ভিতরে ঢুকে ওই যুবকেরা উলফিনাকে জানায়, তারা পুরনো সোনা পালিশ করে চকচকে করে দেয়। মহিলা প্রথমে তাদের একটি রুপোর জিনিস দেন। যুবকেরা তা চকচকে করে দেয়। মহিলার দাবি, এর পরে তিনি কিছুটা সম্মোহিত হয়ে পড়েন।

পুলিশ জানায়, এর পরেই উলফিনা সোনার আংটি ও সোনার বালা অভিযুক্তদের দেন সেগুলি পালিশ করে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই যুবকেরা কাপড়ে মুড়ে সেগুলি ফেরত দেয়। ওই দু’জন চলে যাওয়ার পরে কাপড়ের পুঁটলি খুলে উলফিনা দেখেন, আসল সোনার গয়না উধাও।

তদন্তকারীরা জানিয়েছেন, পুরনো সোনা পালিশ করে দেওয়ার নাম করে প্রতারণার চক্র শহরে বহু দিন ধরেই সক্রিয়। কিন্তু বিপণির নাম ব্যবহার করে চক্রটি প্রতারণার নতুন পথ বেছে নিয়েছে বলেই তাঁদের অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE