Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মৃত্যু হল আহত গণেশ প্রসাদের

৪ সেপ্টেম্বর দুর্ঘটনার পর থেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন বছর ২৬-এর গণেশ। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

শোকার্ত: এসএসকেএমে গণেশ প্রসাদের পরিজনেরা। নিজস্ব চিত্র

শোকার্ত: এসএসকেএমে গণেশ প্রসাদের পরিজনেরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৩:০৭
Share: Save:

মৃত্যু হল মাঝেরহাট সেতু দুর্ঘটনায় আহত গণেশ প্রসাদের। গত ৪ সেপ্টেম্বর দুর্ঘটনার পর থেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন বছর ২৬-এর গণেশ। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দুর্ঘটনার পরে তিনি হাতে-পায়ে এবং মাথায় চোট পেয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। এক সপ্তাহ পরে মাথার চোটের চিকিৎসার জন্য গণেশের মাথার সিটি স্ক্যান এবং এমআরআই করা হয়। তখনই চিকিৎসকেরা জানতে পারেন, গণেশের মাথার ভিতরে রয়েছে একটি টিউমার। বায়োপ্সি রিপোর্টে জানা যায়, সেটি একটি বিরল ধরনের ক্যানসার। অস্ত্রোপচার করে টিউমারটি বার করা সম্ভব নয়। এ দিকে গণেশের শারীরিক অবস্থাও এতটাই খারাপ যে তাঁকে কেমোথেরাপি দেওয়া যাবে না। এই অবস্থাতে গত ৪ সেপ্টেম্বর থেকে বেশির ভাগ সময়টাই এসএসকেএমের আইটিইউ-তে ভর্তি ছিলেন তিনি।

গণেশের বাড়ি শ্রীরামপুরের মাহেশ এলাকায়। তিনি সেখানে ইন্ডিয়া জুট মিলে কাজ করতেন। কিন্তু মাস ছয়েক আগে সেই জুটমিল বন্ধ হয়ে যায়। ৪ সেপ্টেম্বর তিনি কাজের সন্ধানেই কলকাতায় এসেছিলেন বলে তাঁর পরিবারের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Majerhat Bridge Collapse Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE