Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Calcutta News

নির্দেশ সত্ত্বেও কমলো না অটোর ভাড়া

গত ১৩ জুন সরকারি অটো নীতির খসড়া প্রকাশের দু’দিনের মধ্যেই প্রশাসনকে কার্যত অন্ধকারে রেখে ভাড়া বাড়ায় উল্টোডাঙা-জোড়াবাগান রুটের অটো ইউনিয়ন।

পরিবহণ দফতরের নির্দেশের পরেও ভাড়া কমানো হল না কেন? উঠছে প্রশ্ন।

পরিবহণ দফতরের নির্দেশের পরেও ভাড়া কমানো হল না কেন? উঠছে প্রশ্ন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০২:১০
Share: Save:

পরিবহণ দফতরের নির্দেশের পরেও উল্টোডাঙা-জোড়াবাগান রুটে অটোর ভাড়া কমল না। অভিযোগ, শনিবারও ওই রুটের অটো চালকেরা সর্বাধিক দু’টাকা হারে বর্ধিত ভাড়া নিচ্ছেন। পরিবহণ দফতরের নির্দেশের পরেও নয়া ভাড়ার তালিকা লাগানো হয়নি কোনও অটোয়।

গত ১৩ জুন সরকারি অটো নীতির খসড়া প্রকাশের দু’দিনের মধ্যেই প্রশাসনকে কার্যত অন্ধকারে রেখে ভাড়া বাড়ায় উল্টোডাঙা-জোড়াবাগান রুটের অটো ইউনিয়ন। উল্টোডাঙা-শোভাবাজার এবং উল্টো়ডাঙা-জোড়াবাগানের ভাড়া একলাফে দু’টাকা করে বেড়ে হয় ১২ এবং ১৪ টাকা। এই খবর প্রকাশ হতেই শহরের অটো ইউনিয়নগুলিকে নিয়ে প্রশাসনের অসহায় অবস্থা সামনে চলে আসে।

সমালোচনার মুখে প়ড়ে নড়ে বসে পরিবহণ দফতর। গত সোমবার উত্তর কলকাতার ৪৭টি রুটের অটো ইউনিয়নের কর্তাদের মোটর ভেহিক্‌লস দফতরে ডেকে পাঠানো হয়। সেখানে ইউনিয়নের নেতাদের জানিয়ে দেওয়া হয়, তাঁরা নিজেরা যে ভাড়া বাড়িয়েছেন তাতে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। অবিলম্বে তা কমাতে হবে। এর পরেই ওই রুটের ভাড়া এক টাকা করে কমানোর নির্দেশ দেয় পরিবহণ দফতর।

ওই রুটের অটো ইউনিয়নের সভাপতি বিজয় ওঝা সে সময়ে বলেছিলেন, ‘‘এক টাকা ভা়ড়া কমছে। বৃহস্পতিবারের মধ্যে সব অটোয় নতুন তালিকা টাঙানো হবে।’’ তবে বৈঠকের পাঁচ দিন পরেও ওই রুটে ভাড়া কমেনি। এক নিত্যযাত্রীর দাবি, উল্টোডাঙা থেকে শোভাবাজারের পথে যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে। সমস্যা রয়েছে আরও। ওই যাত্রীর কথায়, ‘‘এ পথেই উল্টোডাঙা-আহিরীটোলা লঞ্চঘাট রুটের অটো ইউনিয়ন ভাড়া বাড়ায়নি। বাড়িয়েছে শুধু জোড়াবাগান-উল্টোডাঙা। ফলে একই পথ যেতে কেউ দিচ্ছেন ১২ টাকা, কেউ আবার ১০ টাকা।’’

পরিবহণ দফতরের নির্দেশের পরেও ভাড়া কমানো হল না কেন?

বিজয়বাবু এ দিন দাবি করেন, তাঁদের রুটে ইতিমধ্যেই এক টাকা ভাড়া কমানো হয়েছে। বললেন, ‘‘ভাড়া সে দিনই কমিয়ে দিয়েছি আমরা। যদি এর পরেও কোনও অটোচালক বেশি ভাড়া চান, যাত্রীরা আমাদের অভিযোগ জানাতে পারেন।’’ নতুন ভাড়ার তালিকা রুটের অটোয় টাঙানো হয়নি কেন? বিজয়বাবু বলেন, ‘‘একটু সময় লাগছে। টাঙিয়ে দেওয়া হবে। আমরা পরিবহণ দফতরের নির্দেশ মানবই।’’

পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, অটো ইউনিয়নগুলিকে সরকার দেখে না। তবে এ দিন তিনি কোনও মন্তব্য করতে চাননি। এ বিষয়ে ক্ষুব্ধ পরিবহণ দফতরের এক কর্তা বলেন, ‘‘এই সপ্তাহটা দেখা হবে। ভাড়া না কমালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Auto Fare Ultadanga-Jorabagan Route
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE