Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চক্ষুদান নিয়ে প্রচার শ্মশানে

সংস্থার তরফে তাঁর দাদার চোখ দানের অনুরোধ করা হলে কান্তিবাবু রাজি হয়ে যান। প্রাক্তন মন্ত্রী বলেন, ‘‘দাদার চোখ দু’টো তো পুড়েই যেত। তার জায়গায় দাদার চোখ দিয়ে অন্য কেউ দেখতে পাবেন, ভেবে ভাল লাগছে।’’   

চোখ সংগ্রহের কাজ চলছে। শনিবার, কেওড়াতলা শ্মশানে। নিজস্ব চিত্র

চোখ সংগ্রহের কাজ চলছে। শনিবার, কেওড়াতলা শ্মশানে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০২:৪৮
Share: Save:

চক্ষুদান নিয়ে এ বার প্রচার শ্মশানেও। আগামী ১৫ দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অন্ধত্ব দূরীকরণ পক্ষ পালন করবে একটি বেসরকারি চক্ষু ব্যাঙ্ক। শনিবার কেওড়াতলা শ্মশানে ব্যানার ও পোস্টার নিয়ে দিনভর প্রচার চালায় তারা। সংস্থার তরফে কামাখ্যা মজুমদার বলেন, ‘‘আজ দু’টি মৃতদেহের চোখ পেয়েছি। প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের দাদা কালীপদ গঙ্গোপাধ্যায় ও রানু দে (৬০) নামে এক মৃতার চোখ পাওয়া গিয়েছে।’’

এ দিন কান্তিবাবু তাঁর দাদার দেহ নিয়ে শ্মশানে এসেছিলেন। ওই সংস্থার তরফে তাঁর দাদার চোখ দানের অনুরোধ করা হলে কান্তিবাবু রাজি হয়ে যান। প্রাক্তন মন্ত্রী বলেন, ‘‘দাদার চোখ দু’টো তো পুড়েই যেত। তার জায়গায় দাদার চোখ দিয়ে অন্য কেউ দেখতে পাবেন, ভেবে ভাল লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crematorium Donation Eye Awareness Campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE