Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সাইবার অপরাধ সচেতনতায়

ক্রমশ বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। তাই এ বিষয়ে সকলকে সচেতন করতে একটি পুস্তিকা প্রকাশ করতে চলেছে বিধাননগর কমিশনারেট। পুলিশ জানায়, আগামী এক মাসের মধ্যেই ২৬ পাতার ওই পুস্তিকা প্রকাশের চেষ্টা চলছে। বিভিন্ন জনবহুল জায়গা, যেমন রেলস্টেশন, ওয়েটিং রুম, স্কুল-কলেজ, হাসপাতাল, অফিসে মানুষের হাতে তা তুলে দেওয়ার পরিকল্পনাও হয়েছে। বাংলা ও ইংরেজিতে প্রায় ২ হাজার পুস্তিকা প্রকাশের কথা ভাবা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:০৮
Share: Save:

ক্রমশ বেড়ে চলেছে সাইবার অপরাধের সংখ্যা। তাই এ বিষয়ে সকলকে সচেতন করতে একটি পুস্তিকা প্রকাশ করতে চলেছে বিধাননগর কমিশনারেট।
পুলিশ জানায়, আগামী এক মাসের মধ্যেই ২৬ পাতার ওই পুস্তিকা প্রকাশের চেষ্টা চলছে। বিভিন্ন জনবহুল জায়গা, যেমন রেলস্টেশন, ওয়েটিং রুম, স্কুল-কলেজ, হাসপাতাল, অফিসে মানুষের হাতে তা তুলে দেওয়ার পরিকল্পনাও হয়েছে। বাংলা ও ইংরেজিতে প্রায় ২ হাজার পুস্তিকা প্রকাশের কথা ভাবা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই পুস্তিকায় থাকবে সাইবার জগতের সাত রকম অপরাধের কথা। কি ভাবে সেই অপরাধ হচ্ছে এবং সে বিষয়ে কি ভাবে সতর্ক থাকা যাবে, তা নিয়ে রয়েছে বিশদ আলোচনা। যেমন পাসওয়ার্ড হ্যাকিং, ই-মেলের নিরাপত্তা, অনলাইনে প্রলোভন, ফেসবুক-সহ বিভিন্ন সাইট থেকে বিপদ, এটিএম কার্ড জনিত বিপদ, নেটব্যাঙ্কিং ও মোবাইলের নিরাপত্তা ইত্যাদি।

বিধাননগরের গোয়েন্দা প্রধান কঙ্করপ্রসাদ বারুই বলেন, ‘‘সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে, তাই মানুষকে সচেতন করতে এই পরিকল্পনা।’’ এক বছর আগেই অবশ্য বাংলায় সাইবার ক্রাইম ম্যানুয়াল নিয়ে বই প্রকাশ করেন রাজ্য সরকারের বিশেষ কৌঁসুলি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এ ধরনের প্রচেষ্টা বাড়লে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়বে।’’ তবে বিভাসবাবুর মতো অনেকের দাবি, আরও সংক্ষিপ্ত আকারে সহজ ভাষায় এই সতর্কতার কথা থাকলে সুবিধা হয়। তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানায় বিধাননগর পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE