Advertisement
১৯ এপ্রিল ২০২৪
বৈশাখী বন্দ্যোপাধ্যায়

‘অশালীন মন্তব্য’, দুলালের বিরুদ্ধে মহিলা কমিশনে যাচ্ছেন বৈশাখী

আপাতত দুলাল দাসের বিরুদ্ধে মহিলা কমিশনে যাচ্ছেন বলে জানিয়েছেন বৈশাখী। সেই অভিযোগের খসড়া বানানোর কাজও শুরু করে দিয়েছেন তিনি। শুধু মহিলা কমিশনই নয়, মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে দুলাল দাসের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি।

দুলাল দাসের বিরুদ্ধে মহিলা কমিশনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

দুলাল দাসের বিরুদ্ধে মহিলা কমিশনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৫:৫১
Share: Save:

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুক্রবার সরব হয়েছিলেন মহেশতলার বিধায়ক, পুরপ্রধান তথা শোভনবাবুর শ্বশুর দুলাল দাস। প্রশ্ন তুলেছিলেন, ‘‘শিক্ষিকা হয়ে এত গয়না পেলেন কোথায়, সেই তদন্ত হওয়া উচিত।’’ দুলাল দাসের এই মন্তব্যকে হেনস্থা হিসেবেই দেখছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ জন্য দুলাল দাসের বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানানোর কথা আনন্দবাজার ডিজিটালকে জানালেন তিনি।

বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে নিয়ে দুলাল দাসের এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং একজন মহিলার পক্ষে অমর্যাদাজনক। তাঁর মন্তব্য,‘‘রত্না চট্টোপাধ্যায় ওঁর মেয়ে। শোভন চট্টোপাধ্যায় ওঁদের বাড়ির জামাই। ওঁদের নিয়ে যা কিছু বলার অধিকার দুলাল দাসের আছে। কিন্তু আমি ওঁর কেউ নই। আমাকে নিয়েকুৎসা রটানোর কোনও অধিকার দুলালবাবুর নেই।’’

এর আগেও তাঁর বিরুদ্ধে করা অশালীন মন্তব্যের প্রতিবাদে অভিযোগ জানানোর কথা ভেবেছিলেন বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর এবং শোভনবাবু যে দল করেন সেই দলেরই বিধায়ক বলে চুপ করেছিলেন বলে জানিয়েছেন বৈশাখী। তাঁর কথায়, ‘‘হঠাৎ কোনও শীতের দুপুরে গায়ে চাদর জড়িয়ে ওঁর মনে হল আমার নামে কুৎসা, কুকথা বলবেন আর আমাকে সেটা সহ্য করতে হবে, এতটা ছাড় দেওয়া ঠিক নয়। সে কারণেই আমি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি।’’

আরও পড়ুন: ‘শিক্ষিকা হয়ে এত গয়না কোথা থেকে পেলেন?’ শোভন-বৈশাখীকে একহাত দুলালের

আপাতত দুলাল দাসের বিরুদ্ধে মহিলা কমিশনে যাচ্ছেন বলে জানিয়েছেন বৈশাখী। সেই অভিযোগের খসড়া বানানোর কাজও শুরু করে দিয়েছেন তিনি। শুধু মহিলা কমিশনই নয়, মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখে দুলাল দাসের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি। বৈশাখীর বক্তব্য, ‘‘আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানাব, তাঁর দলের এক জন বিধায়ক কীভাবে এক জন মহিলা সম্পর্কে দিনের পর দিন আপত্তিকর মন্তব্য করে যেতে পারেন।’’

আরও পড়ুন: দিল্লিতে সিআইডির জালে ভারতী ঘোষের প্রাক্তন দেহরক্ষী সুজিত মণ্ডল

রত্না চট্টোপাধ্যায়ের হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়েও দুলাল দাসের বিরুদ্ধে এদিন মুখ খুলেছেন বৈশাখী। কাপড় সেলাই এবং এমব্রয়ডারির কাজ করে যিনি বছরে সাকুল্যে ৪ লক্ষ টাকার সামান্য বেশি উপার্জন করতেন ২০০৪ সাল পর্যন্তও, ২০১৮-র মধ্যে তিনি ২৮ কোটি টাকার স্থাবর সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন— এমন কিছু নথি ইডি-র কাছে জমা পড়েছে বলে খবর। শোভন-বৈশাখী সম্প্রতি ইডি-র মুখোমুখি হয়ে রত্না চট্টোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত অনেক নথি ইডি-র হাতে তুলে দিয়েছেন বলে ইডি সূত্রের খবর। সেই খবর সামনে আসার পর দুলাল দাস মন্তব্য করেছিলেন, ‘‘কোথাও কোনও সমস্যা থাকলে আয়কর দফতর জানাক আমাদের। ৫০-৬০ কোটি টাকা জমা দিয়ে আমরা হিসাব মিটিয়ে দেব।’’

আরও পড়ুন: কাপড় সেলাই করে ‘২৮ কোটি’র সম্পত্তি! রত্নার বিপদ বাড়াচ্ছে শোভন-বৈশাখীর দেওয়া নথি

এই প্রসঙ্গও এদিন তুলে এনেছেন বৈশাখী। তাঁর কথায়, ‘‘একজন জনপ্রতিনিধি কীভাবে প্রকাশ্যে টাকা দেওয়ার কথা বলতে পারেন!এর পর কীভাবে তিনি ভোট চাইতে যাবেন জনতার কাছে?’’

(শহরের প্রতি মুহূর্তের হেডলাইন, কলকাতার যে কোনও ব্রেকিং নিউজ পেতে ক্লিক করুন আমাদের কলকাতা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE