Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুরসভার অফিসে নিষিদ্ধ হল ধূমপান

কলকাতা পুরভবনে ধূমপান নিষিদ্ধ। এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার হেড অফিসে এই নোটিস আগেই লটকানো ছিল। এ বার পুরসভার সব অফিসেই ধূমপান বন্ধ করার নোটিস জারি করছে পুর প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০০:০৭
Share: Save:

কলকাতা পুরভবনে ধূমপান নিষিদ্ধ। এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার হেড অফিসে এই নোটিস আগেই লটকানো ছিল। এ বার পুরসভার সব অফিসেই ধূমপান বন্ধ করার নোটিস জারি করছে পুর প্রশাসন। সেই নির্দেশ মানতে কাউন্সিলরদের সজাগ থাকতে বলা হল শনিবার।

এ দিন পুরসভার কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক হয় পুরভবনে। ধূমপান বন্ধের বিষয়ে তাঁদের সচেতন থাকার পরামর্শ দেন পুরসভার চেয়ারম্যান মালা রায় ও মেয়র পারিষদ দেবাশিস কুমার।

বৈঠকে মালাদেবী বলেন, ‘‘কলকাতা শহরে ধূমপান নিষিদ্ধ করার আগে আমাদের ঘর ঠিক করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তবেই অন্যকে সেই নেশা থেকে বিরত করা সম্ভব।’’

মেয়র শোভন চট্টোপাধ্যায়-সহ একাধিক মেয়র পারিষদ নিজের ঘরে বসে ধূমপানে অভ্যস্ত। এমনকী, পুরভবনে নোটিস জারির পরেও অভ্যাসের পরিবর্তন হয়নি। মেয়র নিজে সে কথা স্বীকার করে বলেছেন, ‘‘২০০ বার ছাড়ার চেষ্টা করেছি। পারিনি। এখনও চেষ্টা চালাচ্ছি।’’

এ দিন পুরসভার প্রতিটি দফতরের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে যে অফিসে আর ধূমপান করা যাবে না। ধরা পড়লে কেউই পার পাবেন না, বুঝিয়ে দেওয়া হয়েছে সে কথাও। এই বিধিনিষেধ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। এ দিনের বৈঠকে ১৪৪ জন কাউন্সিলের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Municipal Corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE