Advertisement
১৭ এপ্রিল ২০২৪
BJP

রাস্তা ফাঁকা, দোকান খোলা, যান কম, কিন্তু মোটের উপর সচল কলকাতা

সকাল থেকেই রাস্তায় অতিরিক্ত সরকারি বাস চলছে। রাস্তায় নেমেছে বেসরকারি বাসও। তবে তুলনায় কম। হাওড়া ও শিয়ালদহ শাখার বিভিন্ন জায়গায় রেল অবরোধের জেরে নাকাল সাধারণ মানুষ।

পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক শ্যামবাজার পাঁচ মাথা মোড়। নিজস্ব চিত্র।

পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক শ্যামবাজার পাঁচ মাথা মোড়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫
Share: Save:

শামবাজারে বিজেপি কর্মীরা পথে নামতেই উত্তেজনা ছড়াল। সকাল সাড়ে ন’টা নাগাদ বিধান সরণীতে মিছিল শুরু করেন বিজেপি কর্মীরা। অটো আটকানোর চেষ্টা করলে বাধা দেন তৃণমূল কর্মীরা। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বন্‌ধের সকালে কলকাতার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। সকাল আটটা পর্যন্ত রাস্তায় দেখা যায়নি বিজেপি কর্মীদের। তবে মহানগরের সব বড় ক্রসিংয়ে পুলিশ মোতায়েন রয়েছে। হাজরা, শ্যামবাজার, এমজি রোড, ধর্মতলা, গড়িয়াহাট, যাদবপুর থানা, উল্টোডাঙা-সহ বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ কর্মী-অফিসাররা মোড়ে মোড়ে সজাগ রয়েছেন। সল্টলেকের সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বন্‌ধের তেমন প্রভাব নেই। বিমানবন্দরেও উড়ান চলাচলে কোনও প্রভাব পড়েনি। শহরের প্রায় সব রুটেই অটো চলাচল মোটের উপর স্বাভাবিক।

• সকাল থেকেই রাস্তায় অতিরিক্ত সরকারি বাস চলছে। রাস্তায় নেমেছে বেসরকারি বাসও। তবে তুলনায় কম। হাওড়া ও শিয়ালদহ শাখার বিভিন্ন জায়গায় রেল অবরোধের জেরে নাকাল সাধারণ মানুষ। শিয়ালদহ মেন লাইন ও বনগাঁ লাইনের বিভিন্ন স্টেশনে চলছে অবরোধ। দক্ষিণ শাখাতেও কার্যত বিপর্যস্ত ট্রেন চলাচল।

দেখুন ভিডিয়ো

• ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

• চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি একটি ডিভাইডারে ধাক্কা মারে।

দুপুর ১.৩০: ব্রেবোর্ন রোডে বাসে আগুন। অভিযোগ, তিন-চার জন বন্‌ধ সমর্থক একটি সরকারি বাসের যাত্রীদের জোর করে নামিয়ে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেন।

• রাসবিহারী অ্যাভিনিউ-এ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দেখুন ভিডিয়ো

• ফেরি চলাচলেও বন্‌ধের কোনও প্রভাব পড়েনি। আগে থেকেই পরিবহণ দফতর ঘোষণা করেছিল, অতিরিক্ত ফেরি নামানো হবে। অতিরিক্ত ট্রাম চালানোর ঘোষণাও করা হয়। সকাল থেকেই রাস্তায় অতিরিক্ত ট্রাম চলছে।

• মেট্রাে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক। তবে যাত্রী অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

শ্যামবাজার এবং শহরের অন্যান্য মেট্রো স্টেশনগুলির সবই খোলা।

• হাওড়া থেকে এসএসকেএম হাসপাতালে রোগী ও তাঁর পরিজনদের নিয়ে যাওয়ার পথে একটি ট্যাক্সিতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

• কাশীপুরে গ্রেফতার এক মহিলা সহ ১১ জন বিজেপি কর্মী।

সকাল ৯.১৫ আস্তে আস্তে খুলছে দোকানপাট। অন্যান্য দিনের মতোই চেনা রূপ মহানগরের।

সকাল ৯.০০ প্রত্যেকটি মেট্রো স্টেশনই খোলা। নিত্যদিনের মতোই স্বাভাবিক মেট্রো চলাচল।

• সকাল ৮.৩০ পরিবহণ দফতরের কার্যালয়ে মন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করলেন, ‘‘বন্‌ধ সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যজুড়ে সচল সড়ক পরিবহণ ব্যবস্থা।’’

সকাল ৮.০০ অফিসযাত্রী, স্কুল পড়ুয়ারা রাস্তায়। অন্যান্য দিনের মতোই চলছে সরকারি ও বেসরকারি বাস।

সকাল ৭.৩০ ধর্মতলায় বাস চলাচল স্বাভাবিক। খুলেছে দোকনাপাট।

সকাল ৬.৩০ হাজরা মোড়ে পুলিশের শীর্ষ কর্তারা। পরিস্থিতি মোকালাকায় প্রচুর পুলিশ।
সকাল ৬.৩০ শ্যামবাজার, এমজি রোডে বাস চলাচল স্বাভাবিক।

সকাল ৬.২০ অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ধর্মতলা। চলছে সরকারি ও বেসরকারি বাস। রাস্তায় পুলিশ টহল।
ভোর ৫.৩০ পরিবহণ দফতরের কন্ট্রোল রুম থেকে নজরদারি।

জোর করে যাতে দোকানপাট বা অফিস-কাছারি বন্ধ করা না যায়, তার জন্য ব্যাপক পুলিশি বন্দোবস্ত থাকছে শহর জুড়ে। পরিবহণ দফতরও অতিরিক্ত বাস নামিয়েছে রাস্তায়।

আরও পড়ুন: বন্‌ধ সফল করতে মরিয়া বিজেপি, রুখতে সকাল থেকেই পথে নামছে তৃণমূল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bandh Politics BJP TMC Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE