Advertisement
১৯ এপ্রিল ২০২৪
পুরভোট ২০১৫

এত দিনে খসড়া ইস্তাহার বিজেপি-র

কলকাতা পুরভোটের দশ দিন আগে ইস্তাহার প্রকাশ করল রাজ্য বিজেপি। বাংলা, হিন্দি ও ইংরেজিতে এই ইস্তাহারটিও প্রস্তাবিত। নাগরিকদের মত নেওয়ার পরেই চূড়ান্ত ইস্তাহার প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে, রাজ্য বিজেপি আদৌ তা প্রকাশ করতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে নানা মহলে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০০:২০
Share: Save:

কলকাতা পুরভোটের দশ দিন আগে ইস্তাহার প্রকাশ করল রাজ্য বিজেপি। বাংলা, হিন্দি ও ইংরেজিতে এই ইস্তাহারটিও প্রস্তাবিত। নাগরিকদের মত নেওয়ার পরেই চূড়ান্ত ইস্তাহার প্রকাশ করা হবে। এই পরিস্থিতিতে, রাজ্য বিজেপি আদৌ তা প্রকাশ করতে পারবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে নানা মহলে। দলের প্রস্তাবিত ইস্তাহার প্রকাশ করে বৃহস্পতিবার বিজেপি-র রাজ্য সভাপতি রাহল সিংহ বলেন, ‘‘এই ঘোষণাপত্র প্রস্তাবিত। কলকাতার নাগরিকেরা আগামী তিন দিন এই প্রস্তাব প্রসঙ্গে নিজেদের মতামত দিতে পারবেন। তার পরে পাকাপাকি ইস্তাহার প্রকাশ করব।’’

এর পাশাপাশি রাহুলবাবু জানান, ক্ষমতায় এলে আগের বোর্ডের আমলে ত্রিফলা থেকে শুরু করে নীল-সাদা রং নিয়ে যে দুর্নীতি হয়েছে, বিজেপি তার পর্দা-ফাঁস করবে।

লন্ডন নয়, কলকাতা যেন কলকাতাই থাকে। এই লক্ষ্যে পরিস্রুত পানীয় জল, রাস্তা সংস্কারের কথা বলা হয়েছে ইস্তাহারে। সমালোচিত হয়েছে পুরভোটের প্রাক্কালে সরকারের হকার-প্রীতি। রাহুলবাবু বলেন, ‘‘ফুটপাথ হকারদের ছেড়ে দেওয়ার বিরোধী আমরা। শহরের মধ্যেই ‘হকার কমপ্লেক্স’ তৈরি করব। ‘ট্রলি’তে হকারি করার বন্দোবস্ত করা হবে। নগরবাসীকে আমরা যানজট-মুক্ত রাস্তা এবং হকার-মুক্ত ফুটপাথ দিতে চাই।’’

প্রস্তাবিত ইস্তাহারে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের সাহায্যে শহরে ‘সকলের জন্য বাড়ি’ বাস্তবায়িত করা হবে। বলা হয়েছে বস্তি সংস্কার, নিকাশির আধুনিকীকরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা, ট্রেড লাইসেন্স, মিউটেশন ইত্যাদি অনলাইনে করা এবং পর্যটনের উন্নয়নের কথাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE