Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্কুল ফি বাড়ানোর প্রতিবাদে অবরোধ 

লকডাউনের মাসে শুধু টিউশন ফি দেওয়ার দাবিতে এ দিন লর্ডসের মোড় অবরোধ করেন লেক গার্ডেন্সের এ কে ঘোষ মেমোরিয়াল হাইস্কুলের অভিভাবকেরাও। স্কুল কর্তৃপক্ষের দাবি, ফি বাড়ানো হয়নি। শিক্ষকদের বেতন, স্কুলের রক্ষণাবেক্ষণ-সহ বাকি খরচ প্রায় একই থাকায় সব ফি মকুব করা কঠিন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৫:৫৬
Share: Save:

লকডাউনে শুধু টিউশন ফি নেওয়ার জন্য স্কুলগুলির কাছে আবেদন করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু অভিযোগ, তার পরেও বেড়েছে স্কুল ফি। এরই প্রতিবাদে এবং লকডাউনের মাসগুলিতে শুধু টিউশন ফি দেওয়ার দাবিতে শুক্রবার দমদমের সেন্ট মেরিজ় অরফ্যানেজ অ্যান্ড ডে স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো অভিভাবক। এ দিন তাঁদের স্কুলে ঢুকতে না দেওয়ায় তাঁরা দমদম রোড অবরোধও করেন।

যদিও স্কুলের অধ্যক্ষ হেনড্রিক্স বলেন, “২৫ শতাংশ স্কুল ফি কমানো হয়েছে। অভিভাবকেরা আরও ছাড় চাইছেন। সেটা আমাদের হাতে নেই। দিল্লিতে আমাদের কাউন্সিলকে জানিয়েছি। অভিভাবকেরা নিয়ম মানছিলেন না বলেই তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলাম।”

এ দিন অবরোধ তুলতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। পরে পুলিশের সঙ্গে স্কুলে ঢুকে অধ্যক্ষকে ঘোরাও করেন বিক্ষুব্ধ অভিভাবকেরা। পুলিশ কোনও রকমে তাঁকে উদ্ধার করে। শেষে ওয়ার্ড কোঅর্ডিনেটরের হস্তক্ষেপে অভিভাবকদের আবেদনপত্র নেন স্কুল কর্তৃপক্ষ। আলোচনার জন্য তাঁরা ১৫ দিন সময় চেয়েছেন।

লকডাউনের মাসে শুধু টিউশন ফি দেওয়ার দাবিতে এ দিন লর্ডসের মোড় অবরোধ করেন লেক গার্ডেন্সের এ কে ঘোষ মেমোরিয়াল হাইস্কুলের অভিভাবকেরাও। স্কুল কর্তৃপক্ষের দাবি, ফি বাড়ানো হয়নি। শিক্ষকদের বেতন, স্কুলের রক্ষণাবেক্ষণ-সহ বাকি খরচ প্রায় একই থাকায় সব ফি মকুব করা কঠিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE