Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কসবায় পুকুর থেকে বোমা-ভর্তি ব্যাগ উদ্ধার

ভোরবেলা পুকুরে নেমেই পায়ে ঠেকেছিল নাইলনের ব্যাগ। কৌতূহলবশত ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে পাঁচটি বোমা।

নিজস্ব সংবাদদাতা: শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ১৪:১৪
Share: Save:

ভোরবেলা পুকুরে নেমেই পায়ে ঠেকেছিল নাইলনের ব্যাগ। কৌতূহলবশত ব্যাগ খুলতেই দেখা যায় ভিতরে রয়েছে পাঁচটি বোমা।

কসবা এলাকার একটি পুকুর থেকে এই বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রের খবর, ভোর ছ’টা নাগাদ পুকুরে স্নান করতে নেমেছিলেন ওই এলাকারই স্থানীয় এক বাসিন্দা। তখনই তাঁর পায়ে ঠেকে ওই ব্যাগটি। ব্যাগ খুলে বোমা পেয়েই তিনি খবর দেন থানাতে।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করে ওই বোমাসমেত ব্যাগটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বোমাগুলি অনেকদিন থেকেই জলের মধ্যে পড়েছিল। যে কারণেই তার উপর শ্যাওলাও জন্মে গিয়েছিল। তবে কে বা কারা ওই পুকুরে ব্যাগবন্দি বোমা ফেলে গিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ১০০ ডায়ালে ফোন পেয়ে তরুণীকে উদ্ধার করল পুলিশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata Kasba Bomb Rescue Pond
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE