Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অবরোধ তুলতে গিয়ে জনতা-পুলিশ সংঘর্ষ

পুলিশ সূত্রের খবর, এ দিন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সামিরন বিবি (৫৫) নামে ওই মহিলা। তাঁর বাড়ি হাতিশালার উত্তরপাড়ায়। দুর্ঘটনার পরে বেপরোয়া ভাবে গাড়ি চলাচলের প্রতিবাদে নিউ টাউন-হাতিশালা রোড অবরোধ করেন স্থানীয়েরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০২:৪১
Share: Save:

গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যুর পরে পথ অবরোধ করেছিলেন স্থানীয়েরা। সেই অবরোধ তুলতে গিয়ে তাঁদের সঙ্গে সংঘর্ষ বাধল পুলিশের। শুক্রবার সকালে, কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায়।

পুলিশ সূত্রের খবর, এ দিন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান সামিরন বিবি (৫৫) নামে ওই মহিলা। তাঁর বাড়ি হাতিশালার উত্তরপাড়ায়। দুর্ঘটনার পরে বেপরোয়া ভাবে গাড়ি চলাচলের প্রতিবাদে নিউ টাউন-হাতিশালা রোড অবরোধ করেন স্থানীয়েরা। খবর পেয়ে পুলিশকর্মীরা পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। জনতা-পুলিশ ধস্তাধস্তিও চলে। শেষে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরে সামিরনকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, মহিলাকে ধাক্কা মারার পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে গাড়ি থেকে চালক ফাইজান বেগকে বার করে বাসিন্দারা মারধর করেন বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের হয়েছে। ওই গাড়িটি ঝাড়খণ্ডের গলমুণ্ডি এলাকার। সেটিকে আটক করা হয়েছে।

এ দিনের ঘটনার পরে রাস্তায় গার্ডরেল বসানোর দাবি তুলেছেন বাসিন্দারা। ডিসি ট্র্যাফিক (দক্ষিণ) অরিজিৎ সিংহ বলেন, ‘‘সপ্তাহখানেক আগেই ওই রাস্তার বেশ কিছু জায়গায় গার্ডরেল বসানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে আরও গার্ডরেল বসানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Violence Police Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE