Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Traffic

ট্র্যাফিক আইন মানার পাঠ দিলেন বাস, অটোর চালকেরা

রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের পেশারই অন্য চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার পাঠ দেন তাঁরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০২:১৫
Share: Save:

তাঁদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে যে, তাঁরা ট্র্যাফিক আইন মেনে চলেন না। অধিকাংশ সময়ে তাঁদের বেপরোয়া ভুলের জন্যই দুর্ঘটনা ঘটে শহরের বুকে। তাঁরা বিভিন্ন বাস, ট্যাক্সি, অটো এবং লরির চালক।

লালবাজারের উদ্যোগে সেই চালকেরাই বুধবার রাস্তায় নেমে ট্র্যাফিক আইন মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন পথচারী ও অন্য চালকদের। সিগন্যাল লাল হলে কোথায় গাড়ি থামাতে হবে, গাড়ি থামার পরে পথচারীরা কোথা দিয়ে রাস্তা পেরোবেন, সবই বুঝিয়ে বললেন তাঁরা।

লালবাজার সূত্রের খবর, এ দিন পুলিশের তরফে ওই চালকদের নিয়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি করা হয় শহরের ছ’টি গুরুত্বপূর্ণ মোড়ে। ২৮৩ জন চালক তাতে অংশ নেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের পেশারই অন্য চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার পাঠ দেন তাঁরা। এক পুলিশকর্তা জানান, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অন্তর্গত এই উদ্যোগে চালকদেরও শামিল করা হয়েছিল, যাতে রাস্তায় নেমে তাঁরা পুলিশের জায়গা থেকে বিষয়টিকে দেখতে পারেন।

পুলিশ জানিয়েছে, এ দিন প্রায় ৩২১ জন চালককে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়েছে। পাশাপাশি, বিভিন্ন গাড়িতে এ দিন ট্র্যাফিক আইন সংক্রান্ত সচেতনতামূলক পোস্টারও লাগানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus auto drivers Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE