Advertisement
২০ এপ্রিল ২০২৪

সপ্তাহান্তেও মুক্তি দিল না যানজট

লালবাজার জানিয়েছে, নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে এ দিন তিনটি পৃথক মিছিল হয় শহর জুড়ে। তাতেই যানজটের কবলে পড়ে মধ্য এবং উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ।

যানজট: নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে পড়ুয়াদের মিছিলের জেরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে থমকে যায় যান চলাচল। শনিবার। ছবি: স্বাতী

যানজট: নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে পড়ুয়াদের মিছিলের জেরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে থমকে যায় যান চলাচল। শনিবার। ছবি: স্বাতী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ০২:১৭
Share: Save:

সপ্তাহের শেষ দিনেও যানজটের হাত থেকে রেহাই পেল না শহর। টানা ছ’দিনই শহরবাসীকে যানজটে আটকে অসুবিধায় পড়তে হল। সৌজন্যে, নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজপথে নামা প্রতিবাদ-মিছিল। আজ, রবিবারও শহরের বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা রয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে রবিবার দুপুরে একটি ধর্মীয় সংগঠনের সমাবেশ রয়েছে ধর্মতলায়। সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছনোর কথা। এ ছাড়া, গুরু গোবিন্দ সিংহের জন্মদিন উপলক্ষে আর একটি ধর্মীয় মিছিল সকালে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ থেকে শুরু হয়ে মহাত্মা গাঁধী রোড পর্যন্ত যাবে।

লালবাজার জানিয়েছে, নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে এ দিন তিনটি পৃথক মিছিল হয় শহর জুড়ে। তাতেই যানজটের কবলে পড়ে মধ্য এবং উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ। শনিবার বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের একটি মিছিলের শহিদ মিনার থেকে মহাজাতি সদন পর্যন্ত যাওয়ার ছিল কথা দুপুরে। কিন্তু তা শুরু হয় বেশ দেরিতে, বিকেল চারটের পরে। ধর্মতলা থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে ওই মিছিল যাওয়ায় ব্যাহত হয় শ্যামবাজারমুখী গাড়ির গতি। একই ভাবে বাধা পেয়েছে ধর্মতলামুখী গাড়ির গতিও। জওহরলাল নেহরু রোডেও তৈরি হয় যানজট। মিছিল শেষে ছাত্রছাত্রীরা মহাজাতি সদনের সামনে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান করায় বন্ধ ছিল চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যান চলাচল। পরে বিক্ষোভকারীরা সরে গেলে সাড়ে সাতটার পরে অবস্থা স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, এ দিন সকালে একটি ধর্মীয় সংগঠন ঠনঠনিয়া থেকে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করায় এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা ও পার্ক স্ট্রিটে বাধা পেয়েছে যান চলাচল। দুপুরে সিপিআই (এমএল)-এর মিছিল মৌলালির রামলীলা ময়দান থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত যাওয়ায় তার জেরেও ধাক্কা খায় গাড়ির গতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAA NRC Traffic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE