Advertisement
১৮ এপ্রিল ২০২৪

রাসায়নিকের কারখানায় আগুন

এক নিরাপত্তাকর্মী বলেন, ‘‘রাতে ঘুমের মধ্যে বুঝলাম আগুন লেগেছে। কোথা থেকে কী হল জানি না।’’ বেশ কয়েক বছর ধরেই উল্টোডাঙা মেন রোডে রুইয়া কেমিক্যালের অফিস রয়েছে।

ভস্মীভূত: উল্টোডাঙার সেই কারখানা। নিজস্ব চিত্র

ভস্মীভূত: উল্টোডাঙার সেই কারখানা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৩:১৪
Share: Save:

উল্টোডাঙার একটি রাসায়নিকের কারখানায় আগুন লাগল। বৃহস্পতিবার মাঝরাতের ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। কেউ হতাহত না হলেও কারখানার আসবাব সম্পূর্ণ পুড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার ছিল কারখানায়। সেগুলি থেকে বড় বিপদ ঘটতে পারত। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ আগুন লাগে উল্টোডাঙা মেন রোডের রুইয়া কেমিক্যাল কারখানায়। সেখানকার একটি অফিসঘরের এসি থেকে আগুন ছড়িয়ে পড়ে। পাশের ঘরে সে সময়ে ঘুমোচ্ছিলেন কয়েক জন নিরাপত্তারক্ষী। কোনও মতে তাঁরা বেরিয়ে আসেন। তাঁদের ঘরে মজুত ছিল গ্যাস ভর্তি দু’টি সিলিন্ডার। তবে দমকল সময়ে পৌঁছনোয় তা থেকে বড় বিপদ ঘটেনি।

এক নিরাপত্তাকর্মী বলেন, ‘‘রাতে ঘুমের মধ্যে বুঝলাম আগুন লেগেছে। কোথা থেকে কী হল জানি না।’’ বেশ কয়েক বছর ধরেই উল্টোডাঙা মেন রোডে রুইয়া কেমিক্যালের অফিস রয়েছে। তাদের কেমিক্যাল গুদাম ডানকুনিতে। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকা ঘিরে দিয়েছে পুলিশ। অগ্নি-সুরক্ষা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে সংস্থার ডিরেক্টর বিমল রুইয়া এ বিষয়ে মন্তব্য করতে চাননি। অন্য এক কর্মীর অবশ্য দাবি, ‘‘নিয়ম মেনেই কারখানা চলত। ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Burnt Factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE