Advertisement
২৫ এপ্রিল ২০২৪
maa flyover

মুখ্যমন্ত্রীর যাত্রার আগে ‘লঙ্কা-কাণ্ড’ মা উড়ালপুলে

লঙ্কার গুঁড়োয় সব চেয়ে অসুবিধার মধ্যে পড়েছিলেন মোটরবাইক চালকেরা। তবে মুখ্যমন্ত্রীর কনভয় নির্বিঘ্নে পার হয়ে গিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

  নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০২:১৩
Share: Save:

খানিক ক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর কনভয় যাবে। কিন্তু রাস্তা ফাঁকা রাখতে গিয়ে নাজেহাল পুলিশ। কারণ, রাস্তার উপরে পড়ে রয়েছে ছিঁড়ে-ফেটে যাওয়া ছ’টি লঙ্কাগুঁড়োর প্যাকেট। মা উড়ালপুলের উপরে হাওয়ার দাপটে সেই লঙ্কাগুঁড়ো তখন উড়ে গিয়ে পড়ছে মোটরবাইক এবং গাড়ির আরোহীদের চোখে-মুখে। জ্বলে যাচ্ছে চোখ। লঙ্কাগুঁড়োর জ্বালায় দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েছেন চালকদের অনেকে। তৈরি হচ্ছে যানজট। শেষে রাস্তায় জল ঢেলে লঙ্কার গুঁড়ো ধুয়ে দেয় দমকল ও পুরসভা। নির্বিঘ্নে ওই রাস্তা দিয়ে পার হয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। বৃহস্পতিবার বিকেলের ঘটনা।

বিকেল তিনটে নাগাদ কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা জানতে পারেন, সায়েন্স সিটি এবং বোট ক্লাবের মাঝে মা উড়ালপুলের পার্ক সার্কাসমুখী রাস্তায় বেশ কয়েকটি লঙ্কার গুঁড়োর প্যাকেট পড়ে রয়েছে। কোনও মোটরবাইক কিংবা গাড়ি থেকে সম্ভবত তা পড়ে গিয়েছিল। আর তার উপর দিয়েই চলাচল করছে গাড়ি। চোখে লঙ্কার গুঁড়ো পড়ায় চালকদের অনেকেই দাঁড়িয়ে পড়ছেন উড়ালপুলে। যার জেরে ব্যাহত হচ্ছে যা চলাচল। বাইক চালকেরাই বেশি অসুবিধায় পড়ছেন।

ঘটনা জানতে পেরে প্রমাদ গোনেন কর্তব্যরত ট্র্যাফিক এবং থানার পুলিশকর্মীরা। কারণ তার কিছু ক্ষণ পরেই উত্তরবঙ্গ থেকে ফিরে ওই পথেই যাবেন মুখ্যমন্ত্রী। খবর পৌঁছয় লালবাজারেও।

আরও পড়ুন:দিনে আক্রান্ত কত, বিস্তর ফারাক সরকারি দুই তালিকায়​

পুলিশ সূত্রের খবর, এলাকাটি তিলজলা ট্র্যাফিক গার্ডের অধীনে হওয়ায় তারাই প্রথমে লঙ্কার গুঁড়ো ধুয়ে ফেলার কাজ শুরু করে। কিন্তু পুলিশ ব্যর্থ হলে খবর যায় দমকলে ও পুরসভায়। দমকল এবং পুরসভার গাড়ি এসে ওই রাস্তার ৫০ মিটার অংশ জল ঢেলে ধুয়ে দেয়।

আরও পড়ুন: ফুলবাগান পর্যন্ত মেট্রো হয়তো আগামী সপ্তাহেই

এক পুলিশ অফিসার জানান, লঙ্কার গুঁড়োয় সব চেয়ে অসুবিধার মধ্যে পড়েছিলেন মোটরবাইক চালকেরা। তবে মুখ্যমন্ত্রীর কনভয় নির্বিঘ্নে পার হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Maa Flyover
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE