Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জামিন মঞ্জুর নিয়ে তদন্ত

সেই কিশোরী যিনি এখন তরুণী। ওই ঘটনার পরে এখন আতঙ্কিত মেয়েটি ও তাঁর পরিবার। তদন্তকারীরা এ দিন কথা বলেন ওই তরুণী ও তাঁর পরিবারের সঙ্গে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০০:০১
Share: Save:

এক কিশোরীকে পাচার করে মুম্বইয়ে বিক্রির অভিযোগে ছ’বছর আগে গ্রেফতার হয়েছিল তিন জন। সে সময়ে মুম্বইয়ের যৌনপল্লি থেকে উদ্ধার হয়েছিল বছর তেরোর ওই কিশোরী। ছ’বছর জেলে থাকার পরে ধৃত আক্তারুল মণ্ডল, কবীর মণ্ডল ও সুফিয়া বিবি সম্প্রতি মুক্তির আর্জি জানিয়েছিল আদালতে। তাদের ছেড়ে দেওয়া যায় কি না তা দেখতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। তার ভিত্তিতে শনিবার তদন্ত করতে দেগঙ্গায় যায় সিআইডির তিন সদস্যের দল।

সেই কিশোরী যিনি এখন তরুণী। ওই ঘটনার পরে এখন আতঙ্কিত মেয়েটি ও তাঁর পরিবার। তদন্তকারীরা এ দিন কথা বলেন ওই তরুণী ও তাঁর পরিবারের সঙ্গে। অভিযুক্তদের বাড়ি গিয়েও পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। সিআইডি সুত্রের খবর, এ দিন অভিযুক্তদের কঠিন সাজার আবেদন জানিয়েছে তরুণীর পরিবার। সিআইডি-র এক আধিকারিক বলেন, ‘‘উভয় পক্ষের কথা এবং তদন্ত রিপোর্ট উপর মহলে জানানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Investigation Court CID Woman Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE