Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রতিবাদে কলেজের চিঠি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনের পরীক্ষার পাশাপাশি বিএ, বি এসসি, বি কম পার্ট থ্রি অনার্স পরীক্ষা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০০:৪৮
Share: Save:

যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ চলে একই বাড়িতে। অথচ কলকাতা বিশ্ববিদ্যালয় দু’টি কলেজকে আলাদা করে প্রায় একই সময়ে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। তাতে ওই কলেজে একটি শিক্ষাবর্ষে ১০০ দিনের বেশি পরীক্ষা নিতেই চলে যাবে। কলেজে এক সঙ্গে এক দিনে ৪২৫ পরীক্ষার্থীর জায়গা বাড়িয়ে প্রায় ৭০০ জনের ব্যবস্থা করতে হবে।

যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তরফে এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনের পরীক্ষার পাশাপাশি বিএ, বি এসসি, বি কম পার্ট থ্রি অনার্স পরীক্ষা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। কলেজ কর্তৃপক্ষের দাবি, এত দিন পরীক্ষা চললে ক্লাসের সময় কমে যাবে। তাতে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে (সিবিসিএস) পঠনপাঠনে সমস্যা হবে।

সহ উপাচার্য (শিক্ষা) দীপক কর জানিয়েছেন, অতিরিক্ত পরীক্ষার্থীর সমস্যা সমাধানে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, নেতাজিনগর কলেজ এবং নেতাজিনগর ডে কলেজের পরীক্ষার্থীদের যোগেশচন্দ্র চৌধুরী কলেজের বদলে হেরম্বচন্দ্র কলেজে পাঠানো হয়েছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE