Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিমা নিয়ে মতামত চান সিপি

নতুন এই পদ্ধতির বিষয়ে পুলিশকর্মীদের মতামত জানতে চাওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পুলিশ কমিশনার তাঁর বাহিনীর উদ্দেশে লিখেছেন, ‘‘প্রতি বছরই দেখা যাচ্ছে, প্রিমিয়াম হিসেবে সারা বছর ধরে যে অর্থ আমাদের থেকে নেওয়া হচ্ছে, চিকিৎসা বাবদ ব্যয় হচ্ছে তার থেকে অনেক বেশি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২২
Share: Save:

কোনও বিমা সংস্থার উপরে নির্ভর না-করে নিজেরাই তহবিল গড়ে কর্মীদের স্বাস্থ্য বিমা পরিষেবা দিতে চলেছে কলকাতা পুলিশ। বাড়ছে না প্রিমিয়ামের হারও। শুক্রবার এ বিষয়ে কলকাতা পুলিশ গেজেটে পুলিশ কমিশনারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন এই পদ্ধতির বিষয়ে পুলিশকর্মীদের মতামত জানতে চাওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। পুলিশ কমিশনার তাঁর বাহিনীর উদ্দেশে লিখেছেন, ‘‘প্রতি বছরই দেখা যাচ্ছে, প্রিমিয়াম হিসেবে সারা বছর ধরে যে অর্থ আমাদের থেকে নেওয়া হচ্ছে, চিকিৎসা বাবদ ব্যয় হচ্ছে তার থেকে অনেক বেশি। যে বিমা সংস্থার সঙ্গে কলকাতা পুলিশ চুক্তিবদ্ধ, তারা জানিয়ে দিয়েছে, আর্থিক ক্ষতির এই বোঝা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং, ওই সংস্থার সঙ্গে কলকাতা পুলিশের চুক্তি নবীকরণ করা হচ্ছে না।’’

লালবাজার সূত্রের খবর, ২০১৭-’১৮ অর্থবর্ষের জন্য বাবা-মাকে বাদ দিয়ে স্বাস্থ্য বিমা খাতে প্রত্যেক পুলিশকর্মীকে দিতে হয়েছিল মাসে ৪৭৫ টাকা। বাবা-মাকে অন্তর্ভুক্ত করলে অঙ্কটা দাঁড়াচ্ছিল ৬৭৫ টাকায়। লালবাজার সূত্রের খবর, নতুন ব্যবস্থায় গত বছরের হারেই প্রিমিয়াম দেবেন পুলিশকর্মীরা। তবে পুলিশের এই নয়া উদ্যোগ কতটা সফল হবে, সে বিষয়ে সংশয় রয়েছে খোদ পুলিশমহলেই। পুলিশকর্মীদের একাংশের মতে, কোনও বিমা সংস্থার সাহায্য ছাড়া প্রায় ২৮ হাজার পুলিশকর্মীকে বিমা পরিষেবা দেওয়া যথেষ্ট চ্যালেঞ্জের। যদিও লালবাজারের এক কর্তার কথায়, ‘‘বেঙ্গালুরু ও মুম্বই পুলিশ নিজেরাই কর্মীদের স্বাস্থ্য বিমা পরিষেবা দিচ্ছে। আমাদের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Insurance Kolkata Police Suggestion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE