Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অবাধ্য বাস তাড়া করে ধরালেন মন্দাকিনী

বেপরোয়া গতিতে ছুটে আসা বাসটির ধাক্কা থেকে তাঁর গাড়িটি তখন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতেই সোমবার দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে নিজের গাড়ি থেকে নেমে বাসটিকে থামিয়েছিলেন গড়িয়াহাটের এক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার মন্দাকিনী সেন।

ছবি প্রতীকী

ছবি প্রতীকী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০০:১১
Share: Save:

বেপরোয়া গতিতে ছুটে আসা বাসটির ধাক্কা থেকে তাঁর গাড়িটি তখন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতেই সোমবার দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে নিজের গাড়ি থেকে নেমে বাসটিকে থামিয়েছিলেন গড়িয়াহাটের এক ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার মন্দাকিনী সেন। অভিযোগ, প্রতিবাদ জানাতে গিয়ে উল্টে বাসের কন্ডাক্টর ও স্থানীয় অটো চালকেরা মিলে তাঁকেই হেনস্থা করেন। এর পরে ওই তরুণী লালবাজারে ১০০ ডায়ালে ফোন করে পুলিশকে ঘটনাটি জানাতেই ওই বাসের চালক ফের বাস নিয়ে এলাকা ছেড়ে চলে যান। নাছোড়বান্দা ওই তরুণী নিজের গাড়িতে ওই বাসটির পিছু নেন। কিছুটা রাস্তা ধাওয়া করে শেষে এক ট্র্যাফিক সার্জেন্টের সহায়তায় বাস চালককে ধরে ফেলেন তিনি।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে সাউথ সিটি মলের দিকে যাচ্ছিলেন মন্দাকিনীদেবী। তাঁর অভিযোগ, ‘‘আনোয়ার শাহ রোড কানেক্টরের কাছে ৪৭বি রুটের বাসটি বেপরোয়া গতিতে ছুটছিল। আমার গাড়িটি রাস্তার একপাশে যাচ্ছিল। হঠাৎ বাসটি দ্রুত গতিতে গাড়ির দিকে চলে আসে। আমার গাড়ির চালকের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পাই।’’ বাসের বেপরোয়া গতির দৌরাত্ম্যের প্রতিবাদ জানাতেই কিছুটা এগিয়ে বাসটিকে থামান তিনি। মন্দাকিনীদেবী জানান, বাসটি থামার পরে কন্ডাক্টর ও স্থানীয় অটো চালকেরা মিলে আমার গাড়ির চালকের চোখে ঘুষি মারে। আমার হাত ধরে মচকে দেওয়া হয়। এই ঘটনার পরেই মন্দাকিনীদেবী লালবাজারে ১০০ ডায়ালে ফোন করেন। তাঁর দাবি, এর পরেই বাস নিয়ে চলে যান চালক।

বাসটি চলে গেলেও অবশ্য দমেননি তরুণী। তিনি চালককে নিয়ে ফের বাসটির পিছু নেন। সাউথ সিটি মলের আগে এক সার্জেন্টকে দেখে পুরো ঘটনা জানান তিনি। যাদবপুর ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট রাজা রায় তখন ইয়ারফোনে সামনে কর্তব্যরত পুলিশকে ঘটনার কথা জানান। সাউথ সিটির কিছুটা পরেই পুলিশ বাসটিকে আটকায়। তার মধ্যেই সার্জেন্ট রাজা রায় মোটরবাইকে পৌঁছে বাসটিকে আটক করেন। ঘটনাস্থলে পৌঁছে যান মন্দাকিনীদেবীও। পরে চালক ও বাসটিকে নিয়ে আসা হয় চারু মার্কেট থানায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE