Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Medical College Kolkata

জটিল অস্ত্রোপচারে চোখ বাঁচল যুবকের

চোখটি রক্ষা করার জন্য অক্ষিগোলকের উপর থেকে নাকের সাইনাস পর্যন্ত বিস্তৃত ধাতব অংশটি বার করা জরুরি ছিল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৮
Share: Save:

দুর্ঘটনায় ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল ২১ বছরের যুবকের। বাঁ চোখটি রক্ষা করার জন্য অক্ষিগোলকের উপর থেকে নাকের সাইনাস পর্যন্ত বিস্তৃত ধাতব অংশটি বার করা জরুরি ছিল। কোভিড পরিস্থিতিতেও জটিল অস্ত্রোপচার করে তা বার করল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগ।

সপ্তাহ দুয়েক আগে গ্রিল কারখানায় দুর্ঘটনায় পড়েন মুর্শিদাবাদের বাসিন্দা সাহুল শেখ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চার দিন ভর্তি থাকার পরে গত ৩১ অগস্ট তাঁকে ‘রিজিয়োনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি’ (আরআইও)-তে স্থানান্তরিত করা হয়। সে দিন অস্ত্রোপচার করেও ডান চোখ বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। সিটি স্ক্যানে দেখা যায়, ধাতব টুকরো বাঁ চোখের অক্ষিগোলকে ৮০ শতাংশ এবং নাকে ২০ শতাংশ আটকে রয়েছে। সেটি বার না করলে আর একটি চোখ নষ্ট হওয়ার পাশাপাশি মস্তিষ্কে সংক্রমণ হয়ে মৃত্যুও হতে পারে। ওই অবস্থায় মঙ্গলবার রোগীকে কলকাতা মেডিক্যালের ইএনটি বিভাগে পাঠানো হয়। পরদিনই অস্ত্রোপচার করে ওই ধাতব অংশ বার করা হয়।

ইএনটি বিভাগের চিকিৎসক দীপ্তাংশ মুখোপাধ্যায় এ দিন জানান, ধাতব অংশের ধারে চোখ এবং রক্তনালী যাতে কেটে না যায়, তা খেয়াল রাখতে হয়েছে। বাঁ চোখে কাছের জিনিস ঝাপসা হলেও দেখতে পাচ্ছেন যুবক। যুবকের দাদা জানান, দৃষ্টি আর একটু স্পষ্ট হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medical College Kolkata Eye Surgery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE