Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিনামূল্যে টোটো পরিষেবা, বিতর্ক

ভোটের চমক নাকি বাস্তবেই আন্তরিক উদ্যাগ? প্রবীণদের জন্য দক্ষিণ দমদমের জপুরে তৃণমূল কাউন্সিলরের বিনামূল্যে টোটো পরিষেবা চালু করার পরিকল্পনা ঘিরে উঠল এই প্রশ্ন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ০০:০৬
Share: Save:

ভোটের চমক নাকি বাস্তবেই আন্তরিক উদ্যাগ? প্রবীণদের জন্য দক্ষিণ দমদমের জপুরে তৃণমূল কাউন্সিলরের বিনামূল্যে টোটো পরিষেবা চালু করার পরিকল্পনা ঘিরে উঠল এই প্রশ্ন।
লোকসভা ভোটের আগে, দক্ষিণ দমদম পুরসভার আট নম্বর ওয়ার্ডের প্রবীণ-প্রবীণাদের জন্য আগামী ২৫ ডিসেম্বর থেকে দমদমের মধ্যে যাতায়াত করতে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করতে চলেছেন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাস। রবিবার তিনি জানান, ওয়ার্ডের প্রবীণ বাসিন্দাদের ব্যাঙ্ক, পুরসভা, হাসপাতালের মতো জায়গায় নিখরচায় পৌঁছে দেবে টোটো। শর্ত একটাই, বয়স হতে হবে ষাটোর্ধ্ব! এর জন্য আধার কার্ড দেখে প্রবীণ-প্রবীণাদের তালিকা করা হয়েছে। তার মধ্যে আগ্রহী প্রার্থীদের জন্য সচিত্র পরিচয়পত্র তৈরি করা
হয়েছে। সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই মিলবে টোটোয় ওঠার অধিকার। ঠিক যে ভাবে সচিত্র পরিচয়পত্র দেখালে ভোটকেন্দ্রে ঢোকার অনুমতি মেলে!

বাসিন্দাদের একাংশের বক্তব্য, এর আগে দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত বিনামূল্যে বাস চালু হয়েছিল। ঘটনাচক্রে, প্রচারের ঢক্কানিনাদের পরে সেই পরিষেবার আর দেখা মেলেনি। স্বাভাবিক ভাবেই, টোটো পরিষেবার আয়ু নিয়েও সন্দিহান দমদমবাসী। যদিও সঞ্জয় বলেন, ‘‘চার বছরে এমন কোনও কাজ করিনি যা বন্ধ হয়ে গিয়েছে।’’ বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়া নিয়ে চেয়ারম্যান পারিষদ প্রবীর পাল বলেন, ‘‘রক্ষণাবেক্ষণ, পারমিট-সহ নানা অসুবিধার কারণে বাস চালানো যায়নি। চমকের অভিযোগ ঠিক নয়। প্রচার করা হলেও প্রবীণদের নিয়ে কাজে আন্তরিকতাই বেশি থাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Free Service Toto TMC Councilor Senior Citizen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE