Advertisement
২০ এপ্রিল ২০২৪
Nava Nalanda School

সেশন ফি কমাল নব নালন্দা

স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র জানান, আগামী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট সেশন ফি-এর ১৮ শতাংশ কমানো হয়েছে।

অন্যান্য ফি এক রেখে সেশন ফি কমাল নব নালন্দা স্কুল।

অন্যান্য ফি এক রেখে সেশন ফি কমাল নব নালন্দা স্কুল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০২:১৩
Share: Save:

করোনা পরিস্থিতিতে বেশ কিছু বেসরকারি স্কুলের অভিভাবকেরা ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। বেশির ভাগ বেসরকারি স্কুল কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁরা গত বারের ফি-ই বহাল রাখছেন। কিন্তু নতুন করে চলতি বছরের ফি কমানো কার্যত অসম্ভব। তবে এ বার নব নালন্দা স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে অভিভাবকদের কথা মাথায় রেখে চলতি বছরেই ফি-এর ১৮ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে।

স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র জানান, তাঁরা ফি এক রেখে সেশন ফি ১৮ শতাংশ কমাচ্ছেন। আগামী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট সেশন ফি-এর ১৮ শতাংশ কমানো হয়েছে।

তিনি বলেন, “সেশন ফি একসঙ্গে ছ`মাসের জন্য দেওয়াই নিয়ম ছিল। করোনা পরিস্থিতিতে অভিভাবকদের উপরে যাতে চাপ না পড়ে, তাই নিয়ম পাল্টানো হয়েছে। ১৮ শতাংশ কমে সেশন ফি যত হল, সেই ফি-কে ছ’ভাগে ভাগ করে প্রতি মাসে দিলেই চলবে। সেইসঙ্গে লেট ফাইনও আমরা তুলে দিয়েছি।” অরিজিৎবাবু জানান, এই ফি কমেছে প্রাক্‌ প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত। একাদশ ও দ্বাদশ শ্রেণির ফি কমানোর বিষয়টিও ভাবা হচ্ছে।

তবে এই ১৮ শতাংশ ফি কমানোর সিদ্ধান্তে অবশ্য খুশি নন সব অভিভাবক। তাঁদের যুক্তি, শুধু মাত্র সেশন ফি-এর ১৮ শতাংশ কমানোয় খুব বেশি স্বস্তি তাঁরা পেলেন না। টিউশন ফি-এর সঙ্গে স্কুলের এসি-র খরচ, বিদ্যুতের খরচ-সহ বেশ কিছু ফি কমানোর দাবি করেছিলেন অভিভাবকদের একাংশ। সে সব কিছুই কমেনি বলে অভিযোগ তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE