Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Corona

বিধাননগরে বাড়ল আক্রান্তের সংখ্যা

১৫ দিন আগে যেখানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ছিল ৬০০-র মতো, এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৮০০-র কাছাকাছি।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০২:৩০
Share: Save:

বিধাননগর পুর এলাকায় ফের বাড়ল করোনার প্রকোপ। গত ১৫ দিনে এক হাজারেরও বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন। বেড়েছে দৈনিক সংক্রমণের হার। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তা বাড়ছে প্রশাসনের।পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত বিধাননগর পুর এলাকায় ৬০৭০ জন আক্রান্ত হয়েছেন। ১৫ দিন আগে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজারের কাছাকাছি। গত সাত দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০ থেকে ৮০-র মধ্যে ঘোরাফেরা করেছে। তার আগে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল ৫০-৬০ জন। ১৫ দিন আগে যেখানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ছিল ৬০০-র মতো, এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৮০০-র কাছাকাছি।

বাসিন্দাদের একাংশের মত, কাজের জন্য বাইরে বেরোতেই হচ্ছে। গণ পরিবহণে দূরত্ব-বিধি মেনে চলাও কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সে ক্ষেত্রে স্বাস্থ্য-বিধি পালনে শিথিলতা ঘটলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। এ ছাড়াও, যাঁরা হাসপাতাল কিংবা বাড়িতে থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠছেন, পরে তাঁরা সব নিয়ম মেনে চলছেন কি না, সেই দিকেও নজর রাখা প্রয়োজন বলে বাসিন্দাদের দাবি। তাঁদের অভিযোগ, বেশ কিছু আবাসিক এলাকায় শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা-সহ নানা বিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে।

পুরসভা সূত্রের খবর, সচেতনতার প্রচার থেকে শুরু করে জীবাণুমুক্ত করার কাজ নিয়মিত চলছে। জুলাই মাস থেকে করোনার প্রকোপ বাড়লেও ক্রমশ তা নিয়ন্ত্রণে আসার লক্ষণ দেখা যাচ্ছিল। সুস্থতার হারও ৮০ শতাংশ পেরিয়ে গিয়েছে। কিন্তু গত ১৫ দিন ধরে ফের করোনার রেখচিত্র ঊর্ধ্বমুখী হয়েছে। মেয়র পারিষদ (স্বাস্থ্য) প্রণয় রায় জানান, বেশ কয়েক দিন ধরে ফের আক্রান্তের সংখ্যা বেড়েছে। সুস্থতার হার বাড়লেও ফের করোনার প্রকোপ বৃদ্ধির বিষয়টি ভাবাচ্ছে প্রশাসনকে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করছে প্রশাসন। সংক্রমণের উৎস খুঁজে বার করার দিকে জোর দেওয়া হচ্ছে। মাস্ক পরা, দূরত্ব বজায় রাখার মতো নিয়ম পালনের ক্ষেত্রে যেন শিথিলতা না থাকে, সেই দিকে গুরুত্ব দিতে ফের আবেদন জানিয়েছেন মেয়র পারিষদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Corona Bidhannagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE