Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সেনাকে নথি দিতে নির্দেশ

সরকারি কৌঁসুলি তমাল মুখোপাধ্যায় ও সৈকত পাণ্ডে বুধবার জানান, গত ১২ জুন ফোর্ট উইলিয়ামের ভিতরে জওয়ানদের আবাসনে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মেয়েটির বাবা সেনাবাহিনীর জওয়ান। তিনি ময়দান থানায় মহম্মদ এন নবি নামে এক হাবিলদারের বিরুদ্ধে অভিযোগ করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৩:১৮
Share: Save:

বারো বছরের এক কিশোরীর উপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই মামলার সব নথি সেনাবাহিনীর কাছে পাঠাতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালতের বিচারক কুমকুম সিংহ। সরকারি কৌঁসুলি তমাল মুখোপাধ্যায় ও সৈকত পাণ্ডে বুধবার জানান, গত ১২ জুন ফোর্ট উইলিয়ামের ভিতরে জওয়ানদের আবাসনে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। মেয়েটির বাবা সেনাবাহিনীর জওয়ান। তিনি ময়দান থানায় মহম্মদ এন নবি নামে এক হাবিলদারের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে নবিকে ধরতে গেলেও সেনা কর্তৃপক্ষ জানান, সেনা-আইন মোতাবেক অভিযুক্তের বিচার করবেন তাঁরাই। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারি কৌঁসুলিরা কোর্টে আর্জি জানান। এর পরেই নথি দেওয়ার নির্দেশ দেয় কোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE