Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দুই শিক্ষিকার আগাম জামিন নামঞ্জুর

বৃহস্পতিবার আদালতে সুদেষ্ণাদেবী ও সর্বাণীদেবীর আইনজীবী বলেন, ‘‘এই মামলায় এক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। স্কুলের পঠনপাঠন স্বাভাবিক রাখতে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের আগাম জামিন মঞ্জুর করা হোক।’’

সম্বুদ্ধ ঘোষ

সম্বুদ্ধ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০১:৫৬
Share: Save:

স্কুলের ভিতরে জলে ডুবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সম্বুদ্ধ ঘোষের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের আগাম জামিনের আবেদন নাকচ করল আদালত। বৃহস্পতিবার ওই নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের ভারপ্রাপ্ত জেলা বিচারক পুষ্পল শতপথী। মামলার সরকারি কৌঁসুলি রাধাকান্ত মুখোপাধ্যায় ও অরিন্দম দাস জানান, ওই ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত প্রিন্সিপাল সুদেষ্ণা রায় ও ভাইস প্রিন্সিপাল সর্বাণী মিত্র জেলা বিচারকের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন। ঘটনায় অভিযুক্ত এক শিক্ষিকা গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার আদালতে সুদেষ্ণাদেবী ও সর্বাণীদেবীর আইনজীবী বলেন, ‘‘এই মামলায় এক অভিযুক্ত ইতিমধ্যেই জামিন পেয়েছেন। স্কুলের পঠনপাঠন স্বাভাবিক রাখতে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের আগাম জামিন মঞ্জুর করা হোক।’’ সরকারি আইনজীবী রাধাকান্তবাবু ও অরিন্দমবাবু বিরোধিতা করে বলেন, ‘‘ওই দুই শিক্ষিকা স্কুল প্রশাসনের প্রধান। শিশুটি ছিল বিশেষ চাহিদাসম্পন্ন। সে জলে পড়ে যাওয়ার সময়ে ঘটনাস্থলে কোনও নিরাপত্তাকর্মী ছিলেন না। এ ছাড়া, ঘটনার দিন স্কুল চত্বরে সিসি ক্যামেরাও কাজ করছিল না। স্কুল প্রশাসনের একাধিক গাফিলতি মিলেছে। সে কারণে ওই দুই শিক্ষিকাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে।’’

দু’পক্ষের সওয়াল শুনে প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের আগাম জামিনের আর্জি খারিজ করেন বিচারক।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bail Death Army School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE