Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অভিযুক্তেরা যেন ছাড় না পায়: সিপি

লালবাজার জানিয়েছে, গত ২৪ জুলাই বেহালার শিশিরবাগানে নিজের বাড়িতে খুন হন বৃদ্ধা শুভ্রা ঘোষদস্তিদার। এর ঠিক ছ’দিনের মাথায়, ৩০ জুলাই দক্ষিণ কলকাতার নেতাজিনগরে নিজেদের বাড়িতে খুন হন প্রৌঢ় দম্পতি দিলীপ এবং স্বপ্না মুখোপাধ্যায়।

অনুজ শর্মা।—নিজস্ব চিত্র।

অনুজ শর্মা।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৯ ০২:২৩
Share: Save:

কয়েক দিনের ব্যবধানে শহরের দুই প্রান্তে তিন প্রবীণ-প্রবীণার খুনের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তেরা যাতে সাজা পায়, তা নিশ্চিত করতে শুক্রবার তদন্তকারীদের নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। একই সঙ্গে মুচিপাড়া থানা এলাকার একটি ডাকাতির ঘটনায় ধৃত দুই পুলিশকর্মী-সহ অন্য অভিযুক্তেরা যাতে বিচার চলাকালীন কোনও ভাবেই জামিন না পায়, তা-ও নিশ্চিত করতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন তিনি। এ দিন কলকাতা পুলিশের মাসিক অপরাধ দমন বৈঠকে ওই নির্দেশ দেন কমিশনার। একই সঙ্গে পুলিশ অফিসারদের কমিশনার জানিয়েছেন, শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের সুরক্ষার জন্য তৈরি ‘প্রণাম’-এর কাজে তিনি সন্তুষ্ট।

লালবাজার জানিয়েছে, গত ২৪ জুলাই বেহালার শিশিরবাগানে নিজের বাড়িতে খুন হন বৃদ্ধা শুভ্রা ঘোষদস্তিদার। এর ঠিক ছ’দিনের মাথায়, ৩০ জুলাই দক্ষিণ কলকাতার নেতাজিনগরে নিজেদের বাড়িতে খুন হন প্রৌঢ় দম্পতি দিলীপ এবং স্বপ্না মুখোপাধ্যায়। তিন জনকেই শ্বাসরোধ করে খুন করে, ঘরের আলমারি ভেঙে বেশ কিছু টাকা এবং গয়না লুটের অভিযোগ উঠেছিল। যার ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাড়িতে কাজ করতে আসা মিস্ত্রিদের।

এ দিনের বৈঠকে সিপি ওই দু’টি খুনের কিনারা করার জন্য বাহিনীর প্রশংসা করেন বলে সূত্রের খবর। লালবাজারের এক কর্তা জানান, তদন্ত এবং সাক্ষ্যপ্রমাণে যাতে কোনও ফাঁক না থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছেন সিপি।

অন্য দিকে, মুচিপাড়ার ডাকাতির ঘটনায় পুলিশ বাহিনীর দুই সদস্য জড়িত। তাদের গ্রেফতারও করা হয়েছে। বাহিনীর কোনও সদস্য অপরাধ করে যাতে পার না পান, সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন কমিশনার।

এ দিনের বৈঠকে ইদুজ্জোহা ও স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। ওই দু’দিন কোনও গোলমাল যাতে না হয়, তার জন্য বাহিনীকে সতর্ক করেছেন সিপি। একই সঙ্গে গুজব ছড়ানো হলে বা কোনও অপ্রীতিকর ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সব থানার ওসি ও আধিকারিকদের সতর্ক করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Police Crime Murder Anuj Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE