Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুরভবনের ঘরেও ফাটল

এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার মূল ভবনের দু’টি ঘরে সিলিংয়ের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২১
Share: Save:

এ বার ফাটল খাস খোদ পুরভবনেও!

এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার মূল ভবনের দু’টি ঘরে সিলিংয়ের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। ঘর দু’টি পুর কমিশনার এবং পুরসভার সচিবের। মেট্রোরেলের সুড়ঙ্গে জল ঢুকে ফাটলের ঘটনায় এখন তোলপাড় রাজ্য। এর মধ্যে পুরভবনে ফাটল দেখা দেওয়ায় কপালে ভাঁজ পুরকর্তাদেরও। তবে তা মেট্রোরেলের কারণে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন কেউ। এস এন ব্যানার্জি রোডের কাছ দিয়ে যখন মেট্রোর লাইন খোঁড়ার কাজ হয়েছিল, তখন ওই রাস্তার উপরে কলকাতা পুরভবনের দু’টি প্রবেশদ্বারে ইস্পাতের কাঠামো লাগানো হয়েছিল। ফলে এখন জল্পনা বাড়ছে।

শুক্রবার বিকেলেই প্রথম ফাটল দেখা যায় পুর কমিশনার খলিল আহমেদের ঘরে। পুর কমিশনারের পাশের ঘরট পুর সচিব হরিহরপ্রসাদ মণ্ডলের। শনিবার বিকেলে দেখা যায়, তাঁর চেয়ারের ঠিক উপরে, সিলিংয়ের দুটো বিমের মধ্যে ৫ ফুটেরও বেশি অংশে ফাটল। তা দেখেন পুরসভার একাধিক ইঞ্জিনিয়ার। বিষয়টি কানে যায় মেয়র ফিরহাদ হাকিমেরও। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারকে ডেকে ফাটল দেখানো হবে বলে ঠিক হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KMC Kolkata Municipality Corporation Calamity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE