Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Kolkata News

বিস্কুটের বাক্সে বান্ডিল বান্ডিল ডলার, দেখুন দমদম বিমানবন্দরের ভিডিয়ো

রেজিস্টার্ড মালপত্রের মধ্যে ছিল কার্ডবোর্ডের বাক্স ভর্তি বিস্কুট। আগে থেকেই গোয়েন্দাদের কাছে খবর ছিল। সেই সূত্র ধরেই ওই দুই যাত্রীর সঙ্গে থাকা কার্ডবোর্ডের বাক্সের তল্লাশি করা শুরু করেন শুল্ক কর্তারা।

কার্ডবোর্ডের বাক্সের পরতে পরতে রাখা ছিল মার্কিন ডলার। —নিজস্ব চিত্র।

কার্ডবোর্ডের বাক্সের পরতে পরতে রাখা ছিল মার্কিন ডলার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৮ ১৭:১৬
Share: Save:

পটলের পর এ বার কার্ডবোর্ডের বাক্সের পরতে পরতে মার্কিন ডলার! বেআইনি ভাবে বিদেশি মুদ্রা নিয়ে যাওয়ার নিত্য নতুন কৌশল দেখে তাজ্জব শুল্ক দফতরের গোয়েন্দারা। সোমবার রাতে ভুটান এয়ারলাইন্সের বিমানে ব্যাঙ্কক যাওয়ার পথে বিমান বন্দরে শুল্ক দফতরের কর্তাদের হাতে পাকড়াও হলেন দু’জন যাত্রী।

তাঁদের রেজিস্টার্ড মালপত্রের মধ্যে ছিল কার্ডবোর্ডের বাক্স ভর্তি বিস্কুট। আগে থেকেই গোয়েন্দাদের কাছে খবর ছিল। সেই সূত্র ধরেই ওই দুই যাত্রীর সঙ্গে থাকা কার্ডবোর্ডের বাক্সের তল্লাশি করা শুরু করেন শুল্ক কর্তারা।প্রথমে কিছু না পাওয়া গেলেও, কার্ড বোর্ডের গঠন দেখে সন্দেহ হয় তাঁদের। এক শুল্ককর্তা বলেন,“কার্ড বোর্ডগুলি সাধারণের থেকে বেশি মোটা ছিল।”

তার পরেই সেই কার্ডবোর্ড ছেঁড়া শুরু করেন গোয়েন্দারা। কার্ডবোর্ড ছিঁড়তেই ভেতরে পাওয়া যায় সাদা কাগজের একটি পরত। আর তার মধ্যেই থরে থরে সাজানো একশো ডলারের নোট। গোটা বাক্সের বিভিন্ন অংশে ঠিক একই ভাবে রাখা ছিল এই মার্কিন ডলার। সব মিলিয়ে ১ লাখ ৫৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা।

দেখুন ভিডিয়ো

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতেরা দু’জনেই কলকাতার ব্যাবসায়ী। তারা বৈদ্যুতিন মালপত্রের ব্যবসা করেন। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন ওই টাকা কার হাতে দেওয়ার কথা ছিল ধৃতদের। দু’জনকেই মঙ্গলবার আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন: টাকা নিয়ে ভর্তি, আগাম জামিন হয়নি অভিযুক্তের

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, রণক্ষেত্র গার্ডেনরিচ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE