Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্কাইওয়াক রুখতে হকারদের রাজনীতি

স্কাইওয়াক তৈরি নিয়ে সরকার অনমনীয় বুঝে এ বার রাজনীতিকে হাতিয়ার করছেন দক্ষিণেশ্বরের দোকানদারেরা। সোমবার বিজেপি ও সিপিএম নেতাদের নিয়ে বৈঠক করেন দক্ষিণেশ্বর রানি রাসমণি রোডের দু’ধারের দোকানদারেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৩৬
Share: Save:

স্কাইওয়াক তৈরি নিয়ে সরকার অনমনীয় বুঝে এ বার রাজনীতিকে হাতিয়ার করছেন দক্ষিণেশ্বরের দোকানদারেরা। সোমবার বিজেপি ও সিপিএম নেতাদের নিয়ে বৈঠক করেন দক্ষিণেশ্বর রানি রাসমণি রোডের দু’ধারের দোকানদারেরা। তাঁরা জানান, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ারও পরিকল্পনা রয়েছে তাঁদের।

যদিও বৈঠকে রাজনৈতিক রং নেই বলেই দাবি করে দোকানদার সমিতির সম্পাদক অজিত সিংহ বলেন, ‘‘আমাদের পাশে দাঁড়ানোর জন্য সব রাজনৈতিক দলকেই চিঠি দিয়ে ডেকেছিলাম। সিপিএম ও বিজেপি নেতৃত্ব এসেছিলেন।’’ উল্লেখ্য, স্কাইওয়াক নিয়ে জট কাটাতে দিন কয়েক আগেই সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু মন্ত্রীর প্রস্তাব দোকানদারেরা মানতে রাজি হননি। এর পরেই পুরমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্কাইওয়াক গড়ার সিদ্ধান্তে সরকার অনড়। দরকারে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এ দিন বলেন, ‘‘দোকানদারদের নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ওঁদের সিদ্ধান্ত লিখিত ভাবে জানানোর জন্য। এখনও তা জানা যায়নি। সোমবারের বৈঠক সম্পর্কেও আমাকে কিংবা দলকে ওঁরা কিছু জানাননি।’’ তবে দোকানদারেরা যাই করুন না কেন, সরকার নিজের সিদ্ধান্তে অনড় থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন গোপালবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE