Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাড়ছে ডেঙ্গি, পুজোতেও খোলা পুর স্বাস্থ্যকেন্দ্র

সূত্রের খবর, অন্য বছরে পুজোয় প্রতিটি বরো থেকে একটি-দু’টি করে স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকত। সেই মতো চিকিৎসকদের ঘুরিয়ে-ফিরিয়ে ডিউটি দেওয়া হত।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ ০১:৪৫
Share: Save:

ডেঙ্গির প্রকোপ বাড়ায় কলকাতা পুরসভার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ পুজোর ছুটিতে খোলা রাখার সিদ্ধান্ত নিল পুর প্রশাসন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, বুধবার থেকে শুরু হয়েছে পুজোর ছুটি। লক্ষ্মীপুজোর পরে অফিস খুলবে ১৬ অক্টোবর। এই ক’দিন পুর স্বাস্থ্য কেন্দ্রগুলির বহির্বিভাগ খোলা থাকবে। এ দিনই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন পুর কমিশনার খলিল আহমেদ। ছুটি থাকলেও এ দিন পুর ভবনে ছিলেন কমিশনার, বিশেষ কমিশনার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ একাধিক অফিসার।

সূত্রের খবর, অন্য বছরে পুজোয় প্রতিটি বরো থেকে একটি-দু’টি করে স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকত। সেই মতো চিকিৎসকদের ঘুরিয়ে-ফিরিয়ে ডিউটি দেওয়া হত। এ বার প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, ১৪৪টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে খোলা থাকবে ৫৬টি। সেই মতো ব্যবস্থাও হয়। কিন্তু বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম পুর কমিশনারকে জানিয়ে দেন, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের বহির্বিভাগ খোলা রাখতে হবে।

পুরসভার খবর, সম্প্রতি শহর জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ড ১৩১-সহ পাশের ১৩০ এবং ১৩২ নম্বর ওয়ার্ডেও ছড়াচ্ছে ডেঙ্গি। বাইপাসের ধারে পুরসভার ১২ নম্বর বরো এবং টালিগঞ্জ-যাদবপুর এলাকা নিয়ে ১০ নম্বর বরোয় ডেঙ্গির প্রকোপ বাড়ায় চিন্তিত পুরকর্তারা। এ দিন শুধু ১০ নম্বর বরোতেই ৬০ জনেরও বেশি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রের খবর।

পুজোর সময়ে যাতে ডেঙ্গি প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসায় গাফিলতি না হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী পুর প্রশাসনকে সতর্ক করেছেন বলে খবর। যদিও পুজোয় ছুটি থাকবে বলে বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা বেড়াতে চলে গিয়েছেন। কেউ কেউ দু’-এক দিনের মধ্যে বেরিয়ে যাবেন। স্বভাবতই, ডাক্তারের সংখ্যা কমে যাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন পুরকর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Health Dengue Health Center KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE